গত ১৫ আগস্টে যুবলীগের দোয়া মাহফিলের দৃশ্য দাবিতে পুরোনো ছবি প্রচার

১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে শেখ মুজিবুর রহমান ও তার পরিবার এবং নিকটাত্মীয়সহ মোট ২৬ জনকে হত্যা করা হয়। দীর্ঘদিন ধরে এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিলো আওয়ামী লীগ সরকার। সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের পথ ধরে সেনাবাহিনীর হস্তক্ষেপে গত ০৫ আগস্ট পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদায় নিয়েছে তার সরকার। ভেঙে দেওয়া হয়েছে ১২তম জাতীয় সংসদ। ড. ইউনূসের নেতৃত্বে গঠিত হয়ে অন্তবর্তীকালীন সরকার। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ১৫ আগস্ট এর জাতীয় শোক দিবসের ছুটি বাতিল করা হয়। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার ছেলে সজীব ওয়াজেদ জয় দেশের সাধারণ জনগণ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ১৫ আগস্ট শোক দিবস পালনের আহ্বান জানান। এরই অংশ হিসেবে দেশের বেশ কয়েকটি এলাকায় শোক দিবস পালন করেন আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা। এরই প্রেক্ষিতে, গত ১৫ আগস্ট ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ এর আয়োজনে শেখ মুজিবুর রহমানসহ নিহত শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের ছবি দাবিতে কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

যুবলীগের দোয়া

উক্ত দাবিতে কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো গত ১৫ আগস্টের নয় বরং উক্ত ছবিগুলো ২০২৩ সালের ১৫ আগস্টের।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলো পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। পর্যবেক্ষণে ছবিগুলোতে ১৫/০৮/২০২৩ শীর্ষক তারিখ লক্ষ্য করা যায়।

Photo: Facebook

আলোচিত ছবিগুলো রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ২০২৩ সালের আগস্ট মাসে প্রকাশিত গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে (,) একটি ছবি খুঁজে পাওয়া যায়। যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত একটি ছবির হুবহু মিল রয়েছে।

আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে গতকাল ১৬ আগস্ট প্রকাশিত একটি পোস্টে (আর্কাইভ) জানানো হয় আলোচিত পোস্টের ছবিগুলোর বিষয়ে অবগত হওয়ার পর অর্থাৎ ছবিগুলো পুরোনো জানার পর তারা উক্ত ফেসবুক পোস্টটি তাদের পেজ থেকে সরিয়ে নিয়েছে।

সুতরাং, গত ১৫ আগস্ট ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ এর শোক দিবস পালনের ছবি  দাবিতে ইন্টারনেটে গত বছরের ছবি প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

  • Bangladesh Awami League – Facebook Post
  • Rumor Scanner’s own analysis

আরও পড়ুন

spot_img