সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পাঞ্জাবি র্যাপ সংগীত শিল্পীপবাদশাহর সাথে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যাতে করে ভারত ও পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশেও নেটিজেনদের আলোচনায় চলে আসেন পাকিস্তানি এই অভিনেত্রী। এরই প্রেক্ষিতে ‘ঢাকা কমার্স কলেজের ছেলে ছাড়া বিয়ে করবেন না পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী “হানিয়া আমির”।’ শীর্ষক শিরোনামে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘ঢাকা কমার্স কলেজের ছেলে ছাড়া বিয়ে করবেন না পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী “হানিয়া আমির”।’ শীর্ষক শিরোনামে মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম যমুনা টিভি কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। এছাড়াও পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরও প্রচারিত দাবি সমর্থিত কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, ফটোকার্ডটিতে যমুনা টিভির লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ৫ অক্টোবর, ২০২৪ তারিখের কথা উল্লেখ করা হয়েছে।
উক্ত সূত্র ধরে যমুনা টিভির ভেরিফাইড ফেসবুক পেজ ও বিনোদন ভিত্তিক ফেসবুক পেজে প্রচারিত সংবাদ ও ফটোকার্ডগুলো পর্যালোচনা করে গত ৫ তারিখে উক্ত শিরোনাম সম্বলিত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও যমুনা টিভি’র ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির সপক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া, আলোচিত ফটোকার্ডের সাথে যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডের ডিজাইনের সাদৃশ্য লক্ষ্য করা গেলেও আলোচিত ফটোকার্ডটিতে ব্যবহৃত ফন্টের সাথে যমুনা টিভি কর্তৃক প্রচারিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়।
দাবিটির সূত্রপাতের খোঁজে একাধিক ফেসবুক মনিটরিং টুল ব্যবহার করে Dhaka Commerce College Short Stories নামের ফেসবুক পেজ থেকে প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি (আর্কাইভ) খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।
উক্ত পোস্টটির শিরোনামে #funpost হ্যাশট্যাগটি ব্যবহার করা হয়েছে।
এ বিষয়ে অধিকতর নিশ্চিতের জন্য যমুনা টিভির নিউ মিডিয়া এডিটর রুবেল মাহমুদদের সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে বলেন, ফটোকার্ডটি ভুয়া। যমুনা টিভি এমন কোনো সংবাদ প্রকাশ করেনি।
সুতরাং, ‘ঢাকা কমার্স কলেজের ছেলে ছাড়া বিয়ে করবেন না পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী “হানিয়া আমির”।’ শীর্ষক শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s Own Analysis