আজহারীর প্রত্যাবর্তন নিয়ে সারজিস আলম ফেসবুকে কোনো পোস্ট দেননি

ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারীর দেশে প্রত্যাবর্তন নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম তার নিজ ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন এমন দাবি করা হয়েছে।

পোস্টে বলা হয়, “প্রিয় মিজানুর রহমান আযহারী আপনি দেশে আসুন আপনাকে এই মুহূর্তে আমাদের দরকার। অনেক লম্বা সময় ধরে নিরাপত্তার আশংকায় আপনি দেশে আসতে পারেনি এখন আপনার নিজের জন্ম ভূমিতে ফিরে আসুন।”

উক্ত দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন; ফেস দ্যা পিপল

আজহারী

ফ্যাক্ট

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, মিজানুর রহমান আজহারীর দেশে প্রত্যাবর্তন নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম এমন কোনো ফেসবুক পোস্ট দেননি বরং সারজিসের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্ট সত্য ভেবে ফেস দ্যা পিপল সংবাদ প্রচার করেছে।

অনুসন্ধানের শুরুতে ফেস দ্যা পিপলের ফটোকার্ডটিতে দেখানো Sarjis Alam এর পোস্টের বিষয়ে জানার চেষ্টা করে রিউমর স্ক্যানার। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে আলোচ্য ফেসবুক পোস্ট করা অ্যাকাউন্টটি সারজিস আলমের আসল অ্যাকাউন্ট নয় বলে প্রতীয়মান হয়। অনুসন্ধানে সারজিস আলমের ফেসবুক অ্যাকাউন্টে এমন কোন ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়নি। উক্ত ফেসবুক অ্যাকাউন্ট থেকে সারজিস আলম আজ (৬ আগস্ট) লাইভে এসে তার আর কোনো ফেসবুক অ্যাকাউন্ট না থাকার তথ্য নিশ্চিত করেছেন।

সুতরাং, ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারীর দেশে প্রত্যাবর্তন নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ফেসবুক পোস্ট দিয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা।

বিঃদ্রঃ দেশের চলমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় প্রথাগত পদ্ধতির পরিবর্তে দ্রুততম সময়ে সংক্ষিপ্ত আকারে ফ্যাক্টচেক প্রকাশের উদ্যোগ হিসেবে এই ফ্যাক্টচেকটি প্রকাশিত হলো।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img