ঘুষ মুক্ত দেশ গড়ার বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের নামে ফেসবুকে ভুয়া মন্তব্য প্রচার

ঘুষ মুক্ত দেশ গড়া নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেসবুক পেজে পোস্ট করেছেন এমন দাবি করা হয়েছে।

পোস্টে বলা হয়, “ঘুষ মুক্ত দেশ গড়ার লক্ষে: একটি ওয়েবসাইট নির্মাণের কাজ চলছে যার মাধ্যমে আপনি অভিযোগ জানাতে পারবেন আপনার সাথে  ঘটে যাওয়া ঘুষ সংক্রান্ত বিষয়ের। হউক সেটি ট্রাফিক সিগনালে কিংবা চাকরি ক্ষেত্রে, একশত টাকা কিংবা ৫০ লক্ষ, নির্দ্বিধায় ওয়েব সাইটে প্রবেশ করে ফর্মটি ফিলআপ করে সাবমিট করুন। সে যেই হোক না কেন, ৬-৮ ঘণ্টার মধ্যে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে। ওয়েবসাইটটি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আমি আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এবং বাকি সমন্বয়কবৃন্দ দ্বারা মনিটর করা হবে। সম্পূর্ণ নির্মাণ প্রক্রিয়াটি সম্পন্ন হলে এই পেজটিতে ওয়েবসাইট লিংক প্রকাশ করা হবে।”

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্ট

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঘুষ মুক্ত দেশ গড়া সম্পর্কে ফেসবুক এমন কোনো পোস্ট দেননি বরং আসিফের নামে পরিচালিত ভুয়া ফেসবুক পেজ থেকে উক্ত পোস্টটি প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে Asif Mahmud নামে পরিচালিত একটি ফেসবুক পেজে আলোচিত দাবির একটি পোস্ট খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।

Screenshot: Facebook

রিউমর স্ক্যানারের বিশ্লেষণে আলোচ্য ফেসবুক পোস্ট করা পেজটি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া’র আসল পেজ নয় বলে প্রতীয়মান হয়। এছাড়াও, উক্ত পেজের বিস্তারিত অংশে পেজটি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া’র দ্বিতীয় অফিশিয়াল ফেসবুক পেজ বলে দাবি করা হয়। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া’র অফিশিয়াল ফেসবুক পেজঅ্যাকাউন্ট এ এমন কোন ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়নি। নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গত ৫ আগস্ট একটি পোস্টে তার ঐ ফেসবুক অ্যাকাউন্ট ও একটি পেজ ব্যতীত আর কোনো অ্যাকাউন্ট বা পেজ না থাকার তথ্য নিশ্চিত করেছেন। যেখানে তিনি তার ফেসবুক পেজের ঠিকানাটিও যুক্ত করেছেন।

সুতরাং, ঘুষ মুক্ত দেশ গড়া সম্পর্কে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নামে ফেসবুকে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img