“যমুনা টেলিভিশনকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেয়া হবে” শীর্ষক শিরোনামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম তার নিজ ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন এমন দাবি করা হয়েছে।
উক্ত দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন; যমুনা টেলিভিশন।
ফেসবুক পোস্ট এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্ট
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, “যমুনা টেলিভিশনকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেয়া হবে” শীর্ষক শিরোনামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম এমন কোনো ফেসবুক পোস্ট দেননি বরং সারজিসের নামে চালু থাকা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্ট সত্য ভেবে যমুনা টেলিভিশন সংবাদ প্রচার করেছে।
অনুসন্ধানের শুরুতে যমুনা টেলিভিশনের ফটোকার্ডটিতে দেখানো Sarjis Alam এর পোস্টের বিষয়ে জানার চেষ্টা করে রিউমর স্ক্যানার। অনুসন্ধানে গতকাল (৫ আগস্ট) প্রকাশিত আলোচিত পোস্টটি খুঁজে পাওয়া যায়।
পর্যবেক্ষণ করে দেখা যায় এটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের আসল ফেসবুক অ্যাকাউন্ট নয়, যা তিনি তার একমাত্র ফেসবুক অ্যাকাউন্ট থেকে আজ (৬ আগস্ট) লাইভে এসে তার আর কোনো ফেসবুক অ্যাকাউন্ট না থাকার তথ্য নিশ্চিত করেছেন।
সুতরাং, “যমুনা টেলিভিশনকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেয়া হবে” শীর্ষক শিরোনামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ফেসবুক পোস্ট দিয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
বিঃদ্রঃ দেশের চলমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় প্রথাগত পদ্ধতির পরিবর্তে দ্রুততম সময়ে সংক্ষিপ্ত আকারে ফ্যাক্টচেক প্রকাশের উদ্যোগ হিসেবে এই ফ্যাক্টচেকটি প্রকাশিত হলো।
তথ্যসূত্র
- Sarjis Alam – Facebook Post