চলমান কোটা সংস্কার আন্দোলনের ভিডিও দাবিতে ২০২৩ সালের ভিডিও প্রচার

সকল গ্রেডের সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কার করে কোটা ব্যবস্থার স্থায়ী সমাধানের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীরা গত পহেলা জুলাই থেকে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এরই মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক চীন সফর নিয়ে গত ১৪ জুলাই এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়েও কথা বলেন। সে সময় প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হন। এর প্রেক্ষিতে আন্দোলনের কর্মসূচিতে রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে আন্দোলনের কর্মসূচিতে রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীরা। এর মধ্যে ঘটেছে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা, এসেছে বহু হতাহতের খবরও। এসবের মাঝে সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলনের ভিডিও দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

কোটা সংস্কার

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শিক্ষার্থীদের আন্দোলনের ভিডিওটি কোটা সংস্কার আন্দোলনের নয় বরং ভিডিওটি গত বছরের এইচএসসি’র শিক্ষার্থীদের পরীক্ষা পেছানোর দাবিতে করা আন্দোলনের সময়ের।

অনুসন্ধানে জাতীয় দৈনিক ইত্তেফাকের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৭ আগস্ট “আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজে পড়ি: শিক্ষার্থীদের আন্দোলনে এক বহিরাগত | HSC Exam | Student Demand” শীর্ষক শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।

Video Comparison: Rumor Scanner

ইত্তেফাকের ফেসবুক পেজেও উক্ত ব্যক্তির ছবিসহ একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। 

এই পোস্ট থেকে জানা যায়, ২০২৩ সালে আগস্ট মাসে এইচএসসি পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে অবস্থানরত এক আন্দোলনকারী নিজেকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজের’ শিক্ষার্থী বলে দাবি করেছিলেন।

উল্লেখ্য, ২০২৩ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষা দুই মাস পেছানোসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলন করেন শিক্ষার্থীরা।

মূলত, কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সংঘাত ও সংঘর্ষের ঘটনাপ্রবাহের মধ্যেই সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলনের ভিডিও দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। কিন্তু, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি কোটা সংস্কার আন্দোলনের সাথে সম্পর্কিত নয়। এটি গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা দুই মাস পেছানোসহ চার দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ভিডিও।

সুতরাং, কোটা সংস্কার আন্দোলনের ভিডিও দাবিতে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img