ড. ইউনুসের এখন দাড়ি রাখা উচিত শীর্ষক মন্তব্য করেননি ধর্ম উপদেষ্টা

“রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যাক্তি হিসেবে ড. ইউনুসের এখন দাড়ি রাখা উচিত: ধর্ম উপদেষ্টা ” শীর্ষক তথ্যে বা শিরোনামে আ ফ ম খালিদ হোসেনের নামে জাতীয় দৈনিক ইত্তেফাকের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ধর্ম উপদেষ্টার

উক্ত দাবিতে প্রচারিত কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, “রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যাক্তি হিসেবে ড. ইউনুসের এখন দাড়ি রাখা উচিত- ধর্ম উপদেষ্টা” শীর্ষক তথ্যে বা শিরোনামে দৈনিক ইত্তেফাক কোন ফটোকার্ড প্রকাশ করেনি এবং ধর্ম উপদেষ্টাও এমন কোনো মন্তব্য করেননি।  

অনুসন্ধানের শুরুতে দৈনিক ইত্তেফাকের ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত সংবাদ ও ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির সপক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।

তবে অনুসন্ধানে দৈনিক ইত্তেফাকের ফেসবুক পেজে গত ১১ সেপ্টেম্বর প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। 

উক্ত ফটোকার্ডের থাকা লেখা ও ফন্টের ডিজাইন ব্যতিত ফটোকার্ডের ডিজাইন, আ ফ ম খালিদ হোসেনের ছবির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

Photocard Comparison: Rumor Scanner

উক্ত ফটোকার্ড পোস্টের কমেন্টে থাকা সংবাদ প্রতিবেদন পড়ে জানা যায়, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা নিয়ে গত ১১ সেপ্টেম্বর সাংবাদিকদের সাথে কথা বলেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, মাদ্রাসার ছাত্ররা বলেছেন, পূজা কমিটি যদি চায় তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে সম্মত আছে। শুধু তাই নয়, দুর্গাপূজার সময় নিরাপত্তায় আকাশে হেলিকপ্টার থাকবে। দশমীর দিন ডুবুরি থাকবে। দুর্গাপূজার অনুদান ৩ থেকে ৪ কোটি টাকা করে দিয়েছেন। 

অর্থাৎ, ইত্তেফাকের ফেসবুক পেজে গত ১১ সেপ্টেম্বরে প্রকাশিত এই ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

বিষয়টি অধিকতর নিশ্চিতের জন্য রিউমর স্ক্যানারের পক্ষ থেকে দৈনিক ইত্তেফাকের অনলাইন হেড শরাফত হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি দৈনিক ইত্তেফাক এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি আমাদের নিশ্চিত করেন।

সুতরাং, ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনকে উদ্ধৃত করে “রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যাক্তি হিসেবে ড. ইউনুসের এখন দাড়ি রাখা উচিত” শীর্ষক তথ্য বা শিরোনামে দৈনিক ইত্তেফাকের নামে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত।

তথ্যসূত্র

  • Ittefaq – Facebook
  • Ittefaq – Website
  • Ittefaq – Youtube
  • Rumor Scanner’s own analysis
  • Statement from Sharafat Hussain

আরও পড়ুন

spot_img