সম্প্রতি অতি বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের ফলে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ ও খাগড়াছড়ি জেলার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এই বন্যাকবলিত এলাকাগুলোর করুণ চিত্র তুলে ধরে সামাজিক মাধ্যমে বিভিন্ন ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। এর মধ্যে, দুইজন ব্যক্তি একটি সাদা বস্তুতে একটি শিশুকে বসিয়ে গভীর পানির দিক থেকে ভেসে ভেসে কূলের দিকে নিয়ে আসছে এমন একটি ভিডিও সাম্প্রতিক বন্যার ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শিশুকে নিয়ে এক যুবকের বন্যার পানিতে ভেসে থাকার আলোচিত ভিডিওটি সাম্প্রতিক বন্যার নয় বরং, ভিডিওটি পুরোনো যা গত মে মাস থেকে ইন্টারনেটটে পাওয়া যাচ্ছে।
অনুসন্ধানে শুরুতে আলোচিত ভিডিওটির কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে মূলধারার গণমাধ্যম ডিবিসি এর ফেসবুক পেজে গত ২৮ মে ‘বেড়িবাঁধে ভাঙন, জলোচ্ছ্বাসে প্লাবিত ভোলার নিম্নাঞ্চল | DBC NEWS’ শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিও’র প্রথম ফুটেজেই আলোচিত দৃশ্যটি পাওয়া য়ায়।

অর্থাৎ, এটা নিশ্চিত যে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক বন্যার নয়।
সুতরাং, সাম্প্রতিক বন্যার ভিডিও দাবিতে পুরোনো বন্যার ভিডিও প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- dbcnews.tv: বেড়িবাঁধে ভাঙন, জলোচ্ছ্বাসে প্লাবিত ভোলার নিম্নাঞ্চল | DBC NEWS
- Rumor Scanner’s Own Analysis