সম্প্রতি ‘আন্তর্জাতিক সহ সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দ্যা ইউনিভার্স বস ক্রিস গেইল’ শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ক্রিস গেইল সম্প্রতি আন্তর্জাতিক সহ সব ধরনের ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে পুরোপুরি অবসরের ঘোষণা দেননি বরং নির্ভরযোগ্য কোনো তথ্যসূত্র ছাড়াই উক্ত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
গুজবটির উৎস কী
সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এর অন্যতম দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কর্তৃক সম্মান স্বরূপ তাদের সাবেক দুই খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজ তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল এবং দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবিডি ভিলিয়ার্সের জার্সিকে অবসরে পাঠানোর ঘোষণা দেওয়া হয়েছে। এবিষয়ে একাধিক দেশীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
গত ১৮ মার্চ সংবাদমাধ্যম প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘ডি ভিলিয়ার্স ও গেইলের জার্সি অবসরে‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (আরসিবি) এবি ডি ভিলিয়ার্স ১৭, আর ক্রিস গেইল ৩৩৩ নম্বর জার্সি পরতেন। দুজনের কেউই আর আইপিএলে নেই। আরসিবি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, টি–টোয়েন্টির দুই মহাতারকাকে সম্মান জানাতে তাঁদের জার্সি নম্বর আর কাউকে দেওয়া হবে না। ডি ভিলিয়ার্স ও গেইলের জার্সিকে অবসরে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আরো প্রতিবেদন দেখুন দেশীয় সংবাদমাধ্যম চ্যানেল ২৪, এনটিভি অনলাইন, ঢাকা পোস্ট এবং ভোরের কাগজ এর অনলাইন সংস্করণে।
বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম “Times of India” এর অনলাইন সংস্করণে ‘RCB to retire jersey numbers worn by AB de Villiers, Chris Gayle‘ শীর্ষক শিরোনামে গত ১৮ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে আইপিএল এর টিম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টুইটার অ্যাকাউন্টে ১৭ মার্চ প্রকাশিত এক টুইটে এই দুই তারকা খেলোয়াডের জার্সিকে অবসরে পাঠানোর ঘোষণাটি খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ ১৭ মার্চ উক্ত টুইটটি প্রকাশ হওয়ার পরই দেশীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয়।
গেইল কি আসলেই অবসর নিয়েছেন?
অনুসন্ধানে সব ধরণের ক্রিকেট থেকে ক্রিস গেইল এর অবসরের বিষয়ে কোনো গ্রহণযোগ্য তথ্য গণমাধ্যমে পাওয়া যায়নি। তবে ক্রিস গেইল অবসর নিলে কি করবেন কিংবা সতীর্থদের অবসর বিষয়ে তার মন্তব্য পাওয়া যায় গণমাধ্যমে।
কি-ওয়ার্ড অনুসন্ধানে, ভারতীয় সংবাদ মাধ্যম “Hindustan Times” এর অনলাইন সংস্করণে ২০২১ সালের ১৯ নভেম্বর ‘Chris Gayle makes a three-word statement on retirement plans‘ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়, ইউনিভার্স বস’ নামে পরিচিত গেইল এখনো আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি এবং সীমিত ওভারের ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন। তিনি সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঞ্জাব কিংসের প্রতিনিধিত্ব করেছেন।
অর্থাৎ, উক্ত প্রতিবেদন থেকে এটা বোঝা যায় যে, গেইল এখনো সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেননি।
ভারতীয় সংবাদ মাধ্যম India Today এর অনলাইন সংস্করণে ২০২২ সালের ২১ এপ্রিল প্রকাশিত ‘Can’t believe you retired before me: Chris Gayle reacts to Kieron Pollard retirement‘ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়, ক্রিস গেইল সতীর্থ কাইরন পোলার্ডের অবসর নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে মজার ছলে বলেছিলেন যে তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে পোলার্ড তার আগে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ক্রিস গেইল আনুষ্ঠানিকভাবে এখনো টেস্ট ক্রিকেট থেকে অবসর নেননি।
ভারতীয় সংবাদ মাধ্যম Zee News এর অনলাইন সংস্করণে ‘Chris Gayle wants to return to IPL next year, win title for either RCB or PBKS‘ শীর্ষক শিরোনামে গত বছরের ৭ মে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ক্রিস গেইল ২০২২ আইপিএলে অংশ না নিলেও তিনি পরের বছর আসরটিতে ফিরে আসতে চান। যদিও তিনি এখনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি তবে তার সমসাময়িক পোলার্ড এবং ব্রাভো ইতিমধ্যে অবসরে গেছেন।
কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ক্রিস গেইলের অবসর বিষয়ক তথ্যের ক্ষেত্রে জানা যায়, ৬ নভেম্বর ২০২১-এ, গেইল শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তবে তিনি এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেননি। জ্যামাইকায় তার নিজ অঞ্চলের জনতার সামনে তিনি অবসর নিতে চেয়েছিলেন।
অর্থাৎ, ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিকেটার ক্রিস গেইল সব ধরনের ক্রিকেট থেকে এখনো আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি।
মূলত, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে গত ১৭ মার্চ ফ্যাঞ্চাইজিটির সাবেক ক্রিকেটার ক্রিস গেইল এবং এবিডি ভিলিয়ার্সকে সম্মান জানিয়ে তাদের জার্সি অবসরে পাঠানোর ঘোষণা দেয়। এরপরই বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করলে গেইলের আন্তর্জাতিক এবং সব ধরনের ক্রিকেট থেকে অবসরের দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিকেটার ক্রিস গেইলের অবসরের ঘোষণা দেওয়ার তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে পুরোপুরি অবসরের ঘোষণা দেননি।
উল্লেখ্য, প্রথম আলোর এক প্রতিবেদন অনুয়ায়ী ২০২১ সালেও ক্রিস গেইলের এই ফরম্যাটে অবসরের বিষয়টি আলোচনায় আসলে গেইল নিজে তখন সংবাদ সম্মলনে জানান, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে এখনই পুরোপুরি অবসরে যাচ্ছেন না তিনি। নিজেকে নাকি ‘সেমিরিটায়ার্ড’ বলেই ভাবছেন, এ প্রসঙ্গে বলেছেন “আমি পুরোপুরি অবসরে যাইনি। আমাকে আপনারা সেমিরিটায়ার্ড বলতে পারেন। প্যাভিলিয়নে ফেরার পথে আমি দর্শক ও ভক্তদের সঙ্গে একটু মজা করতে চেয়েছিলাম, তাই ওভাবে ব্যাট উঁচিয়ে ধরা।”
প্রসঙ্গত, ইতোপূর্বে বিনোদন ক্ষেত্রের বিভিন্ন বিষয় নিয়ে বেশকিছু ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, সামাজিক যোগাযোগ মাধ্যমে “আন্তর্জাতিক এবং সব ধরনের ক্রিকেট থেকে ক্রিস গেইল অবসরের ঘোষণা দিয়েছেন” শীর্ষক দাবি প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- প্রথম আলো; ডি ভিলিয়ার্স ও গেইলের জার্সি অবসরে
- Times of India; RCB to retire jersey numbers worn by AB de Villiers, Chris Gayle
- Royal Challengers Bangalore; Tweet
- Hindustan Times; Chris Gayle makes a three-word statement on retirement plans
- India Today; Can’t believe you retired before me: Chris Gayle reacts to Kieron Pollard
- Zee News; Chris Gayle wants to return to IPL next year, win title for either RCB or PBKS
- Rumor Scanner Own Analysis