চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের তেল আবিবে অবস্থিত প্রধান ঘাঁটিতে আগুন লাগার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে।
ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি মোসাদের প্রধান ঘাঁটির নয় বরং চীনের একটি মোটরসাইকেল পার্কিংয়ে অগ্নিকাণ্ডের দৃশ্য।
এই বিষয়ে অনুসন্ধানে গত ১১ জুন ‘Wbo’ নামের একটি টিকটক প্রোফাইলে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত ভিডিওটির দৃশ্যগত মিল দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে চীনা ভাষায় ‘ভয়াবহ আগুন’ লেখা থাকলেও নির্দিষ্ট কোনো স্থান বা বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।
বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে, ‘Facts Prime’ নামের একটি এক্স অ্যাকাউন্টে একই দিন পোস্ট করা কিছু ছবি ও ভিডিওর সঙ্গেও আলোচিত ভিডিওর মিল পাওয়া যায়। পোস্টে জানানো হয়, চীনের শিকিয়াপু এলাকায় একটি মোটরসাইকেল পার্কিংয়ে ভয়াবহ আগুন লাগে, যাতে বহু মোটরসাইকেল ও ইলেকট্রিক যান পুড়ে যায়।

১২ জুন বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চোংকিং শহরের জিউলংপো জেলার শিকিয়াপু এলাকায় ওই অগ্নিকাণ্ড ঘটে। ভিডিওতে দেখা যায়, আগুন থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে এবং স্থানীয়রা তা দাঁড়িয়ে দেখছে। স্থানীয় ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, মাত্র ২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সুতরাং, চীনের একটি মোটরসাইকেল পার্কিংয়ে অগ্নিকাণ্ডের ভিডিওকে মোসাদের প্রধান ঘাঁটিতে আগুন লাগার দৃশ্য দাবিতে ইন্টারনেটে ছড়ানো হয়েছে, যা মিথ্যা।
তথ্যসূত্র
- Wbo: TikTok Post
- Facts Prime: X Post
- BBC: Watch: Large fire breaks out at motorcycle parking lot in China