সম্প্রতি, হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করার অভিযোগে চট্টগ্রামের হাজারী গলি এলাকায় সহিংসতার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। একপর্যায়ে যৌথবাহিনী সেখানে সাঁড়াশি অভিযান চালিয়ে ৮০ জনকে আটক করে। এছাড়াও এ ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়। এর প্রেক্ষিতে চট্টগ্রামে সনাতনীদের উপর সেনাবাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
একই দাবিতে তসলিমা নাসরিনের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, এটি সম্প্রতি চট্টগ্রামে সনাতনীদের ওপর সেনাবাহিনীর হামলার অভিযোগে হওয়া কোনো প্রতিবাদ মিছিলের ভিডিও নয় বরং, টাঙ্গাইলে গত আগস্টে সনাতন ধর্মাবলম্বীদের একটি বিক্ষোভ মিছিলের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Prokash Sarker নামের একটি ফেসবুক আইডি থেকে গত ১০ আগস্ট প্রচারিত একটি রিল ভিডিও সন্ধান পাওয়া যায়। ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাথে উক্ত রিল ভিডিওর মিল রয়েছে। এছাড়াও ভিডিওটির হ্যাশট্যাগ থেকে জানা যায়, এটি চট্টগ্রামের নয়, বরং টাঙ্গাইলের ভিডিও।
পরবর্তীতে উক্ত ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টে একই দিনে প্রকাশিত আরেকটি ভিডিওর সন্ধান পাওয়া যায়। ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, এটি মূলত ওই বিক্ষোভ মিছিলের পর তাদের সমাবেশের চিত্র। এছাড়াও ভিডিওটির শেষভাগে মিছিলেরও একটি ফুটেজ দেখানো হয়।
পরবর্তীতে উক্ত তথ্যের সূত্রে ডেইলি স্টারের বাংলা সংস্করণের ওয়েবসাইটে গত ১০ আগস্ট মন্দির ভাঙচুর-হিন্দুদের ওপর হামলা: জেলায় জেলায় প্রতিবাদ-বিক্ষোভ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ০৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে সারাদেশে সংখ্যালঘুদের বাড়ি-ঘরে হামলা ও মন্দির ভাঙচুরের প্রতিবাদে বিভিন্ন জেলায় ১০ আগস্ট বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। টাঙ্গাইল জেলায়ও সেদিন একটি বিক্ষোভ কর্মসূচি পালিত। প্রতিবেদন থেকে জানা যায়, বিক্ষোভকারীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। প্রতিবেদনটিতে ব্যবহৃত ছবি পর্যালোচনা করে দেখা যায়, ছবিটিতে থাকা লাল রঙের টি-শার্ট পরিহিত Prokash Sarker নামের একটি থেকে প্রচারিত দুটো ভিডিওতেই রয়েছে। যার একটি আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এছাড়াও কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Habibur Rahman নামের একটি ইউটিউব চ্যানেলে গত ১০ আগস্ট প্রচারিত টাঙ্গাইলে অনুষ্ঠিত সেদিনের বিক্ষোভ মিছিলের আরেকটি ভিডিওর সন্ধান পাওয়া যায়।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত মিছিলের ভিডিওতে নীল টি-শার্ট পরিহিত ব্যক্তি উক্ত ভিডিওতেও রয়েছেন। এছাড়াও প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনের সামনের সারিতে থাকা কালো জামা পরিহিত নারীকেও উক্ত ভিডিওতে দেখতে পাওয়া যায়।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরের হাজারী গলিতে যৌথবাহিনীর ওপর এসিড নিক্ষেপ ও হামলা–ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সুতরাং, আগস্টের ভিন্ন ঘটনার ভিডিওকে সম্প্রতি চট্টগ্রামে সনাতনীদের ওপর সেনাবাহিনীর হামলার অভিযোগে হওয়া প্রতিবাদ মিছিলের দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Prokash Sarker Facebook Account Post
- Prokash Sarker Facebook Account Post
- The Daily Star Website: মন্দির ভাঙচুর-হিন্দুদের ওপর হামলা: জেলায় জেলায় প্রতিবাদ-বিক্ষোভ
- Habibur Rahman Youtube Channel: টাঙ্গাইলে হিন্দুদের বিক্ষোভ মিছিল। Tangail News Hindu Community.
- Rumor Scanner’s Own Analysis