মঙ্গলবার, অক্টোবর 8, 2024

কার্টুন নেটওয়ার্ক বন্ধ হওয়ার দাবিটি মিথ্যা

সম্প্রতি “আমাদের ছোটবেলার সবচেয়ে জনপ্রিয় কার্টুন চ্যানেল কার্টুন নেটওয়ার্ক অফিশিয়ালি বন্ধ হতে চলেছে” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, কার্টুন নেটওয়ার্ক বন্ধ হওয়ার দাবিটি সত্য নয় বরং ওয়ার্নার ব্রোস অ্যানিমেশন এবং কার্টুন নেটওয়ার্ক স্টুডিও মার্জ বা একত্রিত করার ঘোষণার পর উক্ত দাবিটি প্রচার করা হচ্ছে।

কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে, বিনোদন বিষয়ক সংবাদের ওয়েবসাইট Collider-এ গত ১৩ অক্টোবর “David Zaslav Guts Cartoon Network as it Merges with Warner Bros. Animation” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত মঙ্গলবার ওয়ার্নার ব্রোসের অভ্যন্তরীণ মেমোর মাধ্যমে কার্টুন নেটওয়ার্ক স্টুডিওর সাথে ওয়ার্নার ব্রোস অ্যানিমেশন মার্জ বা একত্রিত হওয়ার ঘোষণা দিয়েছে। একই দিনে কোম্পানিটি ৮২ জন স্ক্রিপ্টেড, আনস্ক্রিপ্টেড এবং অ্যানিমেশন কর্মী ছাঁটাই করেছে। ছাঁটাই ছাড়াও অন্যান্য ৪৩টি পদ শূণ্য করেছে, যেখানে আর কোনো নতুন নিয়োগ দেওয়া হবেনা।

উক্ত খবরটি ছড়িয়ে পড়লে দর্শকদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই সংযুক্তিকরণের ফলে কার্টুন নেটওয়ার্ক আগের মতো থাকবেনা দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অসংখ্য পোস্ট প্রচার করা হয়। RIP Cartoon Network লিখেও অসংখ্য পোস্ট করা হয়। যার ফলে নেটিজনদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয় এবং অনেকেই ভাবে কার্টুন নেটওয়ার্ক বন্ধ হতে চলেছে।


তবে এর বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে কার্টুন নেটওয়ার্কের অফিশিয়াল টুইটার অক্যাউন্টে করা একটি টুইটের মাধ্যমে নিশ্চিত করা হয় কার্টুন নেটওয়ার্ক বন্ধ হচ্ছে না বরং তাদের ৩০ বছর হতে চলেছে। 

মূলত, Warner Bros. সম্প্রতি তাদের দুইটি ব্রান্ড ওয়ার্নার ব্রোস অ্যানিমেশন এবং কার্টুন নেটওয়ার্ক স্টুডিও মার্জ বা একত্রিত করার ঘোষণা দিয়েছে এবং কোম্পানি থেকে বেশ কিছু কর্মী ছাঁটাই করেছে। উক্ত ঘোষণার পর কার্টুন নেটওয়ার্ক আগের মতো থাকবেনা এবং এর লিগেসি হারাবে আশঙ্কা করে অনেক দর্শক ‘RIP Cartoon Network’ পোস্ট দেয়। যার ফলে বিভ্রান্তির সৃষ্টি হয় এবং ‘কার্টুন নেটওয়ার্ক বন্ধ হতে চলেছে’ শীর্ষক একটি দাবি প্রচার করা হয়। তবে, কার্টুন নেটওয়ার্কের অফিশিয়াল টুইটার অক্যাউন্টে করা একটি টুইটের মাধ্যমে নিশ্চিত করে কার্টুন নেটওয়ার্ক বন্ধ হচ্ছে না।

Also Read: ১০ হাজার টাকা জিতে নেওয়ার ক্যাম্পেইন দিয়েছে বেক্সিমকো ফার্মা?

উল্লেখ্য, গত এপ্রিলে AT&T Inc এর WarnerMedia এবং Discovery Inc মার্জ বা একত্রিত করে Warner Bros Discovery Inc গঠন করা হয়েছে। Warner Bros Discovery Inc এর অধীনে কার্টুন নেটওয়ার্ক, সিএনএন, এইচবিও সহ বেশ কিছু জনপ্রিয় ব্রান্ড রয়েছে।

সুতরাং, কার্টুন নেটওয়ার্ক বন্ধ হওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

- Advertisment -spot_img
spot_img
spot_img