কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের সহ-সভাপতিকে পুড়িয়ে হত্যার দাবিটি ভুয়া 

সম্প্রতি, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের একজন সহ-সভাপতিকে বিএনপি-জামায়াত আগুনে পুড়িয়ে হত্যা করেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একই ভিডিও ব্যবহার করে কিছু পোস্টে দাবি করা হয়েছে, এটি কুমিল্লা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতিকে আগুনে পুড়িয়ে হত্যার দৃশ্য।

সতর্কবার্তা: এই প্রতিবেদনে বর্ণিত ভিডিওচিত্র ও ঘটনার বিবরণ অত্যন্ত সহিংস এবং মর্মান্তিক। এটি সংবেদনশীল পাঠকদের জন্য মানসিকভাবে পীড়াদায়ক হতে পারে। আমরা পাঠকদের সতর্কতা অবলম্বন করে নিজেদের বিবেচনায় এই বিষয়বস্তু পড়ার বা দেখার সিদ্ধান্ত নিতে অনুরোধ করছি।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

একই বিষয়ে ইউটিউবে প্রচারিত দাবি দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি কুমিল্লা আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের সহ-সভাপতিকে পুড়িয়ে হত্যার দৃশ্যের নয় বরং, অন্তত ২০২৩ সাল থেকে এটি মেক্সিকোর একটি মাদকচক্রের সদস্যকে পুড়িয়ে হত্যার দৃশ্য হিসেবে ইন্টারনেটে প্রচারিত হয়ে আসছে।

এই বিষয়ে অনুসন্ধানে, যুক্তরাজ্যভিত্তিক ট্যাবলয়েড সংবাদপত্র ডেইলি স্টারে ২০২৩ সালের ৬ মে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতে ব্যবহৃত দুটি স্থিরচিত্রের সঙ্গে দাবিকৃত ভিডিওর মিল দেখা যায়। প্রতিবেদন অনুসারে, মেক্সিকোর এক মাদকচক্রের সদস্যদের দ্বারা অপর এক মাদকচক্রের সদস্যকে শিকল দিয়ে বেঁধে জীবন্ত পুড়িয়ে হত্যার ঘটনা এটি।

Comparison: Rumor Scanner. 

পরবর্তীতে, ‘Documenting Reality’ নামের একটি ওয়েবসাইটে ২০২৩ সালের ৫ মে প্রকাশিত এই ঘটনার পূর্ণাঙ্গ ভিডিও পাওয়া যায়। ওয়েবসাইটটিতেও এটিকে মেক্সিকোতে সংঘটিত ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কিংবা মহানগর ছাত্রলীগের কোনো সহ-সভাপতিকে সাম্প্রতিক সময়ে আগুনে পুড়িয়ে হত্যার কোনো তথ্য বা সংবাদ কোনো জাতীয় বা স্থানীয় গণমাধ্যমে পাওয়া যায়নি।

সুতরাং, অন্তত দুই বছর পুরোনো ভিন্ন ঘটনার একটি ভিডিওকে কুমিল্লা আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের সহ-সভাপতিকে পুড়িয়ে হত্যার দৃশ্য দাবিতে করে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img