বাংলাদেশের নয়, এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার এই ভিডিওটি ভারতের অন্ধ্রপ্রদেশের

সম্প্রতি, রাস্তায় ফেলে এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার দৃশ্য বাংলাদেশের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাস্তায় ফেলে এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনাটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, এটি ভারতের অন্ধ্রপ্রদেশের ঘটনা।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে ‘Documenting Reality’ নামক একটি ভারতীয় ওয়েবসাইটে ২০২৪ সালের ১৮ জুলাই ‘Indian Man Hacked to Death With Sickle on Road’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

Comparison: Rumor Scanner 

প্রতিবেদনটির বিস্তারিত অংশে দাবি করা হয়, “ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের পালনাডু জেলায়, ২৭ বছর বয়সী শেখ রশিদকে ভিনুকোন্ডা শহরের প্রধান সড়কে শেখ জিলানি নামে এক ব্যক্তি কুপিয়ে হত্যা করে। জানা গেছে, প্রায় পাঁচ মিনিট ধরে এই হামলা চলে এবং জিলানি অর্ধচেতন অবস্থায় মেঝেতে পড়ে যাওয়ার পরেও তাকে কুপিয়ে হত্যা করে। পুলিশ পৌঁছানোর আগেই জিলানি পালিয়ে যায় এবং রশিদ হাসপাতালে মারা যায়।” 

পরবর্তীতে উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতীয় সংবাদমাধ্যম ‘The Hindu’ এর ওয়েবসাইটে একই তারিখে অর্থাৎ গত বছরের ১৮ জুলাই আলোচিত বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদনটি থেকেও একই তথ্যের উল্লেখ পাওয়া যায়। 

অর্থাৎ, এটি নিশ্চিতভাবে বলা যাছে যে ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়। 

সুতরাং, ভারতের অন্ধ্রপ্রদেশে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ভিডিওকে অপ্রাসঙ্গিকভাবে বাংলাদেশের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img