কনের বিকিনি পরিহিত ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি

সম্প্রতি, ভারতের লাখনাউতে এক কনে বিয়েতে বেনারসি বিকিনি পরে বিয়ের প্রচলিত ধারণা ভেঙে দিয়েছেন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷ 

একই দাবিতে এক্স-এ প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিয়েতে কনের বিকিনি পরিহিত ছবিটি বাস্তব নয়। বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে ‘DesiAdultfusion’ নামের একটি সাবরেডিটে ‘Marriage season’ শিরোনামে প্রকাশিত একটি পোস্টে হুবহু একই ছবি পাওয়া যায়।

Comparison: Rumor Scanner 

ওই পোস্টে আলোচিত ছবিটির পাশাপাশি একই ধাঁচের আরও অসংখ্য ছবি দেখা যায়। এমনকি একটি ছবিতে একই বরকে বিকিনি পরিহিত আরেকজন কনের সঙ্গেও দেখা যায়।

ওই সাবরেডিটের বিবরণ থেকে জানা যায়, এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি দেশীয় সংস্কৃতি-ভিত্তিক শিল্পকর্ম শেয়ার করার একটি প্ল্যাটফর্ম। এছাড়া, সাবরেডিটে প্রকাশিত একটি পৃথক পোস্টে উল্লেখ করা হয়েছে যে, তাদের তৈরি ছবি অপব্যবহার করা হচ্ছে। পোস্টের ক্যাপশনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, আলোচিত ছবিটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।

বিষয়টি অধিকতর নিশ্চিত করার জন্য রিউমর স্ক্যানার টিম ডিপফেক শনাক্তকরণ প্ল্যাটফর্ম ট্রুমিডিয়া ব্যবহার করে ছবিটি বিশ্লেষণ করে। ট্রুমিডিয়ার বিশ্লেষণে দেখা যায় যে, আলোচিত ছবিতে ম্যানিপুলেশন বা কারসাজির উল্লেখযোগ্য প্রমাণ রয়েছে। 

সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বিয়েতে কনের বিকিনি পরিহিত একটি ছবি বাস্তব দাবিতে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img