অনশন কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি’র নামে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রচার

গত ১৪ অক্টোবর ঢাকায় নয়াপল্টনে বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে রাজধানী ঢাকায় অনশন কর্মসূচি পালনের পর খাবারের ব্যবস্থা আছে- শীর্ষক দাবিতে বিএনপি’র অফিসিয়াল প্যাডের ডিজাইন সম্বলিত একটি প্রেস বিজ্ঞপ্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হয়েছে। 

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর সম্বলিত প্রেস বিজ্ঞপ্তিটিতে বলা হয়, মাদার অব ডেমোক্রেসি, দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত ৩ ঘন্টার অনশনে অংশগ্রহণ করা সকল নেতাকর্মীদের জন্য অনশন শেষে কার্যালয়ের মূল গেটের পশ্চিম পাশে দুপুরের আপ্যায়নের আয়োজন করা হয়েছে। বিএনপি’র অনশন পরবর্তী আপ্যায়ন কমিটির আহবায়ক হাবিব-উন-নবী খান সোহেল ও সদস্য সচিব নিপুণ রায় চৌধুরীর সাথে যোগাযোগ করে সবাইকে খাবার সংগ্রহের অনুরোধ করা যাছে।

বিঃদ্রঃ খাবারের প্যাকেটে দেশমাতার ছবি আছে, এটা কেউ রাস্তায় ফেলবেন না। খাবার নিয়ে কেউ কোনো ছবি তুলবেন না।

প্রেস বিজ্ঞপ্তি

ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অনশন কর্মসূচি শেষে নেতা-কর্মীদের আপ্যায়ন করা হবে জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেনি বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিএনপি’র প্রেস বিজ্ঞপ্তির ডিজাইন নকল করে আলোচিত প্রেস বিজ্ঞপ্তি তৈরি করা হয়েছে।

আলোচিত প্রেস রিলিজটির বিষয়ে সত্যতা যাচাইয়ে অনুসন্ধানের শুরুতে বিএনপি’র অফিসিয়াল ফেসবুক পেজ এবং বিএনপি’র মিডিয়া সেলের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। 

পর্যবেক্ষণে দেখা যায়, গত ১৪ অক্টোবর বিএনপি কর্তৃক কোনো প্রেস বিজ্ঞপ্তিই প্রকাশ করা হয়নি। আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটিতে রুহুল কবির রিজভীর স্বাক্ষর রয়েছে। তবে ১২ ও ১৩ অক্টোবর বিএনপি কর্তৃক একাধিক প্রেস রিলিজ প্রকাশ করা হলেও রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিএনপি’র সর্বশেষ প্রেস বিজ্ঞপ্তি পাওয়া যায় গত ১১ অক্টোবর।

পরবর্তীতে বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য বিএনপি চেয়ারপারসন মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবিরের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। 

রিউমর স্ক্যানারকে তিনি বলেন, ‘এটা একটা গভীর ষড়যন্ত্র মূলক চিঠি বিতরণ করা হয়েছে। যাকে বলে চরম নোংরামী। হাবিবুন্নবী খান সোহেল ভাই ও নিপুণ রায়কে এরকম কোনো দ্বায়িত্ব দেওয়া হয়নি।’ 

মূলত, গত ১৪ অক্টোবর ঢাকায় নয়াপল্টনে বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে অনশন কর্মসূচি পালন করে নেতাকর্মীরা। পরবর্তীতে অনশনের পর নেতা-কর্মীদের খাবারের ব্যবস্থা আছে শীর্ষক তথ্য সম্বলিত বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর সম্বলিত একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে অনুসন্ধানে জানা যায়, বিএনপি এমন কোনো প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিএনপি’র প্রেস বিজ্ঞপ্তির আদলে এই ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটি তৈরি করা হয়েছে।

সুতরাং, বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর সম্বলিত অনশনের পর নেতা-কর্মীদের খাবারের ব্যবস্থা শীর্ষক তথ্য সম্পর্কিত বিএনপি’র নামে ইন্টারনেটে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img