রুহুল কবির রিজভীর মন্তব্য দাবিতে প্রচারিত বিষয়টি ভুয়া

সম্প্রতি “আমি রাস্তায় নামলে সরকার এক মিনিটের জন্যও ক্ষমতায় টিকে থাকতে পারবে না” শীর্ষক একটি তথ্য বিএনপি নেতা রুহুল কবির রিজভীর মন্তব্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টটির আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়,“আমি রাস্তায় নামলে সরকার এক মিনিটের জন্যও ক্ষমতায় টিকে থাকতে পারবে না” শীর্ষক কোনো বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রদান করেন নি বরং একটি ভুয়া স্ক্রিনশটের বরাতে উক্ত বক্তব্যটি রুহুল কবির রিজভীর বক্তব্য দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

গুজবের সূত্রপাত

অনুসন্ধানের মাধ্যমে, “Supporters of Bangladesh Awami League (আর্কাইভ এখানে)” নামের ফেসবুক গ্রুপে ভাইরাল নিউজ নামের পেজ হতে গত ১৫ মে রাত ১০টা ৩৮ মিনিটে “আমি রাস্তায় নামলে সরকার এক মিনিটের জন্যও ক্ষমতায় টিকে থাকতে পারবে না” শীর্ষক শিরোনাম সম্বলিত একটি নিউজ প্রতিবেদনের স্ক্রিনশট সংযুক্ত ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়। যেখানে ওয়েবসাইটের নাম লেখা রয়েছে ‘BNP NEWS | বাংলা’।

রুহুল

তবে এই নামের কোনো ওয়েবসাইটের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নি। বরং স্ক্রিনশটটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি একটি ভুয়া স্ক্রিনশট। আন্তর্জাতিক গণমাধ্যম BBC NEWS Bangla এর ওয়েবসাইট হুবহু নকল করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সেখানে BBC NEWS | বাংলা এর পরিবর্তে BNP NEWS | বাংলা লেখাটি প্রতিস্থাপন করা হয়েছে এবং আলোচিত বক্তব্যটি বসানো হয়েছে।

তাছাড়া ভাইরাল নিউজ নামের ঐ একই পেজ থেকে ঐ একই গ্রুপে এই ধরণের একাধিক স্ক্রিনশটের অস্তিত্ব পাওয়া গিয়েছে।

পরবর্তীতে, উক্ত স্ক্রিনশটের শিরোনামটি কপি-পেস্ট হয়ে রুহুল কবির রিজভীর বক্তব্য দাবিতে বিভিন্ন আইডি-পেজ থেকে প্রচারের ফলে তা বিভ্রান্তিকরভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে, দেশীয় কোনো সংবাদমাধ্যমে রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায় নি।

অন্যদিকে, রুহুল কবির রিজভীর ভিত্তিহীন এই বক্তব্যটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে উক্ত তথ্যটি ভুয়া চিহ্নিত করে একটি পোস্ট প্রকাশ করা হয়।

মূলত, বিবিসি বাংলার ওয়েবসাইটের ন্যায় ডিজিটাল প্রযুক্তির সহায়তায় নির্মিত একটি ভুয়া স্ক্রিনশটে “আমি রাস্তায় নামলে সরকার এক মিনিটের জন্যও ক্ষমতায় থাকতে পারবে না” শীর্ষক বক্তব্যটি বসিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বক্তব্য দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়, যা পরবর্তীতে কপি-পেস্ট হয়ে ভিত্তিহীন ভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

Also Read: শিবিরের সাবেক সভাপতি মোবারক হোসাইনকে গ্রেফতারের তথ্যটি মিথ্যা

অর্থাৎ, “আমি রাস্তায় নামলে সরকার এক মিনিটের জন্যও ক্ষমতায় টিকে থাকতে পারবে না” শীর্ষক মন্তব্যটি একটি ভুয়া স্ক্রিনশটের বরাতে জনাব রুহুল কবির রিজভীর মন্তব্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img