শ্বশুরকে নিয়ে দেওয়া বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরীর বক্তব্যকে বিকৃত করে প্রচার 

বিগত কিছুদিন ধরে ‘এবার ফাঁস হলো নিপুণ রায় চৌধুরীর পরকীয়া কুকীর্তি‘ শীর্ষক শিরোনামে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।  


ভিডিওটিতে বিএনপি নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে বলতে শোনা যায়, আমার শ্বশুর, যিনি আমাকে কখনোই বুঝতে দেন নাই যে আমি তার মেয়ে না বউ। এই ডিফারেন্সটা আমি কখনো বুঝতে পারিনি। যেমন, আমি আমার জীবনের সবকিছু তার সাথে শেয়ার করেছি। আামার শ্বশুর অনেক সময় সে যেটা চাচ্ছে কিংবা ভাবছে তার ভাবনার আগেই আমি করে ফেলছি। কিংবা আমি ভবাছি আমার ভাবনার আগেই আমার চাহিদা কিংবা আমার ইচ্ছা সেটা পূরণ হয়ে যাচ্ছে।

নিপুণ

ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত একটি ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর ভিডিও ফাঁস হওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি এডিটেড। প্রকৃতপক্ষে বেসরকারি একটি টিভি চ্যানেলের টকশোতে তার দেওয়া একটি বক্তব্যকে বিকৃত করে উক্ত ভিডিওটি প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বেসরকারি টিভি চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান তৃতীয় মাত্রার ইউটিউবে ২০১৯ সালের ১৪ অক্টোবর ‘Tritiyo Matra | Nitai Roy Chowdhury | Nipun Roy Chowdhury|’ শীর্ষক শিরোনামে প্রচারিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

৩৫ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায় উপস্থাপকের এক প্রশ্নের উত্তরে ৫ মিনিট ৩৭ সেকেন্ডে নিপুণ রায় চৌধুরী তার শ্বশুরকে নিয়ে বলছেন, ‘ভগবান প্রদত্ত যদি কোনো কিছু থাকে,  আমার মনে হয় ভগবান নিজের হাতে আমাকে এই রকম দুইটি পরিবার আমাকে দিয়েছে। বিশেষ করে আমি আরেকটা গর্বের সাথে বলতে পারি, আমি আমার বাবাকে যেমন শ্রদ্ধা করি, বাবা তো, তাকে তো অবশ্যই। কিন্তু সেরকম আরেকজন বাবা পেয়েছি। আমার নেতা বলেন কিংবা আমার শ্বশুর। যিনি আমাকে কখনোই বুঝতে দেন নাই যে, আমি তার মেয়ে না ছেলের বউ।’

Video comparison: Rumor Scanner

এই ডিফারেন্সটা আমি কখনো বুঝতে পারিনি। যেমন, আমি আমার জীবনের সবকিছু তার সাথে শেয়ার করেছি অ্যান্ড তার সবকিছু আমার কাছে শেয়ার করে। এই শেয়ারিংয়ের ব্যাপারটাতেই সে আমাকে খুব ভালোমতো বুঝে অ্যান্ড আমিও তাকে খুব ভালোমতো বুঝি। এই কম্বিনেশনে দেখা যাচ্ছে যে, অনেক সময় আমার শ্বশুর অনেক সময় সে যেটা চাচ্ছে কিংবা ভাবছে তার ভাবনার আগেই আমি করে ফেলছি। কিংবা আমি যা ভাবছি, আমার ভাবনার আগেই আমার চাহিদা কিংবা আমার ইচ্ছা সেটা পূরণ হয়ে যাচ্ছে।’

অর্থাৎ চ্যানেল আইয়ের এই অনুষ্ঠানে ৫ মিনিট সময়কালে দেওয়া নিপুণ রায় চৌধুরী তার শ্বশুর গয়েশ্বর রায় চৌধুরী সম্পর্কে বলতে গিয়ে বলেন, তার শ্বশুর কখনোই তাকে বুঝতে দেননি যে, তিনি তার মেয়ে না ছেলের বউ। অনুসন্ধানে দেখা যায়, তার বক্তব্যের এই অংশটুকু থেকেই সম্পাদনার মাধ্যমে ‘ছেলে’ শব্দটি বাদ দিয়ে আলোচিত দাবিতে উপরিউক্ত ভিডিওটি প্রচার করা হচ্ছে। 

মূলত, ২০১৯ সালের ১৪ অক্টোবর বেসরকারি টিভি চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান তৃতীয় মাত্রার একটি পর্বে অংশগ্রহণ করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী ও তার বাবা সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই চন্দ্র রায় চৌধুরী। এই পর্বে আলোচনা প্রসঙ্গে নিপুণ রায় চৌধুরী তার শ্বশুর গয়েশ্বর রায় চৌধুরী সম্পর্কে বলতে গিয়ে বলেন, তার শ্বশুর কখনোই তাকে বুঝতে দেননি যে, তিনি তার মেয়ে না ছেলের বউ। তার বক্তব্যের এই অংশটুকু থেকেই ‘ছেলে’ শব্দটি বাদ দিয়ে ‘এবার ফাঁস হলো নিপুণ রায় চৌধুরীর পরকীয়া কুকীর্তি’ শীর্ষক দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।  

সুতরাং, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর পরকীয়ার ভিডিও ফাঁস হওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি এডিটেড বা বিকৃত। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img