১০ কোটি গ্রাহক পূর্তি উপলক্ষে বিকাশ কর্তৃক ৯,৯৯৯ টাকা উপহারের দাবিটি ভুয়া

সম্প্রতি, বিকাশের ১০ কোটি গ্রাহক পূর্তি উপলক্ষে সকল বিকাশ গ্রাহকদের ৯,৯৯৯ টাকা উপহার দেওয়া হচ্ছে দাবিতে একটি তথ্য ইন্টারনেটে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিকাশের ১০ কোটি গ্রাহক পূর্তি উপলক্ষে বিকাশ তার গ্রাহকদের ৯,৯৯৯ টাকা উপহার দেওয়ার দাবিটি সঠিক নয় বরং বিকাশের নামে ভুয়া ওয়েবসাইট তৈরি করে প্রতারণার উদ্দেশ্যে বোনাস প্রদানের এই প্রলোভন দেখানো হচ্ছে।

অনুসন্ধানের শুরুতে বোনাসের অফার দেওয়া ওয়েবসাইটটিতে প্রবেশের চেষ্টা করে রিউমর স্ক্যানার টিম। কিন্তু সেসময় ওয়েবসাইট লিংকটি কাজ না করায় প্রবেশ সম্ভব হয়নি।

Screenshot: Fake Website

পরবর্তীতে বিকাশের ওয়েবসাইট ও ভেরিফাইড ফেসবুক পেইজে অনুসন্ধান করে ১০ কোটি গ্রাহক পূর্তি উপলক্ষে বোনাস দেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

পাশাপাশি, নির্ভরযোগ্য কোনো সূত্রেও বিকাশ থেকে এমন বোনাস দেওয়া প্রসঙ্গে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য রিউমর স্ক্যানারের পক্ষ থেকে বিকাশের ওয়েবসাইটের লাইভ চ্যাটের মাধ্যমে যোগাযোগ করা হলে হেল্পলাইন থেকে জানানো হয়, “বিকাশ কখনোই আপনার বিকাশ একাউন্টের পিন ও ভেরিফিকেশন কোড জানতে চায়না। এই ধরনের প্রতারণামূলক কার্যক্রম থেকে নিরাপদে থাকার জন্য আমরা আন্তরিকভাবে অনুরোধ করছি যে, অজানা নাম্বার থেকে ফোনে দেওয়া কোনো নির্দেশনা অনুসরণ না করে বা অজানা নাম্বার থেকে আসা লেনদেনের এসএমএস এর উপর নির্ভর করে কোনো লেনদেন করবেননা। 

ভুলে টাকা চলে গেছে বলে, প্রতারক আপনাকে টাকা পাঠাতে বলতে পারে কিংবা বিকাশ কর্মকর্তা সেজে একাউন্ট সচল ও তথ্য হালনাগাদের কথা বলতে পারে। এছাড়া, প্রতারক বিকাশ পিন নাম্বারের সাথে বাড়তি সংখ্যা যোগ বা বিয়োগ করে ফলাফল জানতে চাইলে কখনোই তা বলবেননা।”

বিকাশ কর্তৃপক্ষ বলছে, “সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কিছু প্রতারক চক্র বিভিন্ন নকল ওয়েবসাইট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে নানা ধরনের মিথ্যা অফার দেখিয়ে বিকাশ গ্রাহকদের টাকা এবং বিভিন্ন তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা করছে। তাই, এসব মিথ্যা অফারের লোভে পড়ে কিংবা প্রতারিত হয়ে এই ধরনের কোনো ওয়েবসাইট অথবা অন্য কোনো মাধ্যমে কোনো লেনদেন করবেননা।”

মূলত, বিকাশের ১০ কোটি গ্রাহক পূর্তি উপলক্ষে বিকাশ দিচ্ছে সকল বিকাশ গ্রাহকদের ৯,৯৯৯ টাকা উপহার দেওয়ার দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, বিকাশের পক্ষ থেকে এমন কোনো বোনাস ঘোষণা করা হয়নি। প্রকৃতপক্ষে বিকাশের ওয়েবসাইটের আদলে তৈরি ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণার উদ্দেশ্যে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে।

পূর্বে, বিভিন্ন সময়ে বিভিন্ন উপলক্ষ উল্লেখ করে বিকাশের টাকা বোনাস দেওয়ার দাবিতে তথ্য ইন্টারনেটে প্রচার করা হলে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন (, , , ) প্রকাশ করে রিউমর স্ক্যানার।

সুতরাং, বিকাশের ১০ কোটি গ্রাহক পূর্তি উপলক্ষে সকল বিকাশ গ্রাহকরা ৯,৯৯৯ টাকা উপহার পাচ্ছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ বানোয়াট ও প্রতারণামূলক। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img