সম্প্রতি, “১৬০০ টাকা বোনাস, টাকার উপর ক্লিক করুন আর ম্যাজিক দেখুন” শীর্ষক তথ্যে মোবাইল ফোনভিত্তিক অর্থ স্থানান্তর (এমএফএস) সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ বোনাস দিচ্ছে দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিকাশ গ্রাহকদের ১৬০০ টাকা উপহার দেওয়ার দাবিটি সত্য নয় বরং বিকাশের নামে ভুয়া ওয়েবসাইট তৈরি করে প্রতারণার উদ্দেশ্যে উপহার প্রদানের এই প্রলোভন দেখানো হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে বোনাসের অফার দেওয়া ওয়েবসাইটটিতে প্রবেশের চেষ্টা করে রিউমর স্ক্যানার টিম। কিন্তু সেসময় ওয়েবসাইট লিংকটি কাজ না করায় প্রবেশ সম্ভব হয়নি। পরবর্তীতে বিকাশের এমন কোনো ক্যাম্পেইন চালু আছে কিনা তা জানার চেষ্টা করে রিউমর স্ক্যনার।
বিকাশের ওয়েবসাইট ও ভেরিফাইড ফেসবুক পেইজে অনুসন্ধান করে নতুন বছর উপলক্ষে ২০২৪ টাকা উপহার দেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
পাশাপাশি, নির্ভরযোগ্য কোনো সূত্রে বিকাশ থেকে এমন বোনাস দেওয়ার দাবি প্রসঙ্গে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য রিউমর স্ক্যানারের পক্ষ থেকে ওয়েবসাইটের লাইভ চ্যাটের মাধ্যমে সাদমান নামে বিকাশের একজন কর্মীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তথ্যটি ভুয়া।
তিনি আরও জানান, “সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কিছু প্রতারক চক্র বিভিন্ন নকল ওয়েবসাইট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে নানা ধরনের মিথ্যা অফার দেখিয়ে বিকাশ গ্রাহকদের টাকা এবং বিভিন্ন তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা করছে। বর্তমানে বিকাশ এ ধরনের কোনো অফার ঘোষণা করেনি এবং উক্ত অফারগুলোর সাথে বিকাশ-এর কোনো সম্পর্ক নেই।”
সুতরাং, বিকাশ গ্রাহকদের ১৬০০ টাকা উপহার দিচ্ছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ বানোয়াট ও প্রতারণামূলক।
তথ্যসূত্র
- Bkash: Official Website
- Bkash: Facebook Page
- Statement from Bkash Customer Care
- Rumor Scanner Own Analysis