বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে ৩০ হাজার টাকা জেতার ভুয়া ক্যাম্পেইন প্রচার 

সম্প্রতি, “Biman Bangladesh Airlines 51st Anniversary Government Subsidy. Through the questionnaire, you will have a chance to get 30000 taka.” শীর্ষক শিরোনামে একটি ক্যাম্পেইন লিংক সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রশ্নোত্তরের মাধ্যমে ৩০ হাজার টাকা জিতে নেওয়ার ক্যাম্পেইন লিংকটি ভুয়া এবং উক্ত পদ্ধতি ব্যবহারে ৩০ হাজার টাকা পাওয়ার বিষয়টিও মিথ্যা। 

অনুসন্ধানে দেখা যায়, একটি ভুয়া ওয়েবসাইট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নামে প্রশ্নোত্তরের মাধ্যমে ৩০ হাজার টাকা জিতে নেওয়া শীর্ষক ক্যাম্পেইনটি চালানো হচ্ছে। 

উক্ত ওয়েবসাইটের লিংকটিতে প্রবেশ করলে দেখা যাচ্ছে, প্রথমে তারা অভিনন্দন জানিয়ে ৪ টি প্রশ্ন সম্বলিত একটি জরিপ ফর্ম পূরণ করতে দিচ্ছে। প্রশ্নোত্তর পর্ব শেষে তারা পুনরায় অভিনন্দন জানিয়ে উত্তরগুলো সংরক্ষিত হয়েছে বলে সম্মতি প্রদান করে এবং একটি গিফট বক্স পাওয়ার সুযোগ রয়েছে বলে জানায়। 

পরবর্তী ধাপে পুরস্কার পেতে সঠিক বক্সটি নির্বাচন করতে হবে এবং সুযোগ থাকবে তিনটি। বক্সগুলোতে ক্লিক করার প্রথম ধাপে সফল না হলেও দ্বিতীয় ক্লিকে একটি বক্স খুলে যায়। বক্সটি খুললেই জানা যায়, অভিনন্দন! আপনি ৩০ হাজার টাকা জিতেছেন। এরপর স্ক্রিনে ৩ টি নিয়ম সম্বলিত একটি লেখা ভেসে ওঠে।  

নিয়ম তিনটি হলো:

  1. You must tell 5 groups or 20 friends about our promotions.
  2. Enter your address and complete registration.
  3. The gifts will be delivered within 5-7 days.

অর্থাৎ, এখানে বলা হচ্ছে আপনাকে ৩০ হাজার টাকা পেতে ৫ টি গ্রুপ অথবা ২০ জন বন্ধুকে এই ক্যাম্পেইনটি সম্পর্কে বলতে হবে৷ পরের ধাপে ঠিকানা বসিয়ে নিবন্ধন সম্পন্ন করতে বলে এবং শেষ ধাপে বলা হয়, ৫-৭ দিনের মধ্যে পুরস্কারটি প্রাপকের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে৷

পরবর্তীতে, পুরষ্কারটি গ্রহণ করতে ‘Continue’ বাটন চেপে সামনে অগ্রসর হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া ক্যাম্পেইনটি প্রচার করা ‘lastdefer.top’ নামের ওয়েবসাইটি যাচাইয়ে who.is ব্যবহার করে দেখা যায়, ওয়েবসাইটি ২০২২ সালের ১১ নভেম্বর তারিখে রেজিস্ট্রেশন করা হয়েছে। তবে, এই ওয়েবসাইটের সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি।

Screenshot from who.is website 

পাশাপাশি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এই সংক্রান্ত কোনো ক্যাম্পেইনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। 

মূলত, একটি ভুয়া ওয়েবসাইট থেকে ৩০ হাজার টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ক্যাম্পেইন লিংকটি ৫ টি গ্রুপ অথবা ২০ জনকে শেয়ার করতে বলা হচ্ছে। 

প্রসঙ্গত, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৯৭২ সালের ৪ঠা জানুয়ারি প্রতিষ্ঠিত হয় এবং আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। 

Screenshot from বিমান বাংলাদেশ এয়ারলাইন্স website

উল্লেখ্য, এর আগেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে ১০ হাজার টাকা, বাংলাদেশ রেলওয়ে থেকে ৩০ হাজার টাকা, হোয়াটসঅ্যাপের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং সব নেটওয়ার্কের জন্য ৩০ জিবি বিশেষ ফ্রি ইন্টারনেট শীর্ষক দাবিতে একইভাবে ভুয়া ক্যাম্পেইন লিংক ছড়িয়ে পড়লে বিষয়গুলো নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম। 

অর্থাৎ, বিমান বাংলাদেশ এয়ারলাইনস সম্পর্কে প্রশ্নোত্তরের মাধ্যমে ৩০ হাজার টাকা জিতে নেওয়া শীর্ষক ক্যাম্পেইন লিংকটি সম্পূর্ণ ভুয়া।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img