সম্প্রতি, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমান শিবলির ক্লাস উপস্থিতি ৬০ শতাংশ না থাকায় তার বিভাগ ফাইনাল পরীক্ষা দিতে না দেওয়ার একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার আশিকুর রহমান শিবলির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্লাস উপস্থিতি ৬০ শতাংশ না থাকায় পরীক্ষা না দিতে পারার দাবিটি সত্য নয় বরং আশিকুর রহমান শিবলি ইচ্ছা করেই পরীক্ষায় অংশগ্রহণ করেননি।
আলোচিত দাবির সত্যতা যাচাইয়ের জন্য শুরুতে আশিকুর রহমান শিবলির অধ্যয়নরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মাহফুজা মোবারককের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। এ বিষয়ে তিনি বলেন, “পরীক্ষার সময়ে ওর(শিবলি) খেলা ছিল। তখন আমরা ওর সাথে যোগাযোগ করি সে পরীক্ষা দেবে কিনা। তখন শিবলি বিভাগে এসে আমার সাথে এবং কোর্স কো অর্ডিনেটরের সাথে কথা হয়েছে। সে বলেছে এবার সে ড্রপ দিতে চাচ্ছে এবং পরের ব্যাচের সাথে কন্টিনিউ করবে।”
পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে উক্ত বিষয়ে মূলধারার গণমাধ্যম আজকের পত্রিকার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে গণমাধ্যমটিকে দেওয়া আশিকুর রহমান শিবলির মন্তব্য খুঁজে পাওয়া যায়।
ক্লাসে উপস্থিতি ৬০ শতাংশের নিচে থাকায় প্রথম বর্ষের পরীক্ষায় অংশ নিতে না দেওয়ার বিষয়ে তাকে প্রশ্ন করা হলে জবাবে শিবলি বলেন, “না, না। এটা আমারই সিদ্ধান্ত ছিল যে এ বছর পরীক্ষা দেব না। বিভাগের সভাপতি ও পরীক্ষা কমিটির সভাপতি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, এ বছর পরীক্ষা দিতে চাই কি না। আমি নিজেই থেকেই বলেছিলাম আগামী বছর পরীক্ষা দেব।”
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৯৫ রানে জয়লাভ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
মূলত, বাংলাদেশ ক্রিকেট দলের অনূর্ধ্ব-১৯ এর ক্রিকেটার আশিকুর রহমান শিবলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সম্প্রতি তার ক্লাস উপস্থিতি ৬০ শতাংশ না থাকায় তার বিভাগ তাকে প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় অংশগ্রণ করতে দেয়নি দাবিতে একটি তথ্য ফেসবুকে প্রচার করা হয়েছে। তবে অনুসন্ধানে জানা যায়, শিবলি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ থাকার কারণে প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেননি। তার পরীক্ষা অংশগ্রহণ না করার পেছনে ৬০ শতাংশ ক্লাসে উপস্থিতির বিষয়ের কোনো সম্পর্ক নেই। যা শিবলি এবং তার বিভাগ কর্তৃপক্ষ উভয় দিক থেকেই নিশ্চিত করা হয়েছে।
সুতরাং, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমান শিবলির ক্লাস উপস্থিতি ৬০ শতাংশ না থাকায় তার বিভাগ প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা দিতে দেয়নি দাবিতে ফেসবুকে একটি তথ্য প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Ajker Patrika – জাবিতে শিবলির পরীক্ষায় বসতে না দেওয়ার বিষয়টি ‘গুজব’