সৌদি আরবে পুরোনো দুর্ঘটনায় বাংলাদেশি হতাহতের ঘটনা সাম্প্রতিক দাবিতে প্রচার

সম্প্রতি, সৌদি আরবের খামিস মুশাইত নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২০ জনেরও বেশি বাংলাদেশি প্রবাসী আগুনে পুড়ে মারা গেছে শীর্ষক একটি দাবি একটি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

দুর্ঘটনা

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সৌদি আরবের খামিস মুশাইত এ সড়ক দুর্ঘটনার ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয় বরং চলতি বছরের মার্চের উক্ত ঘটনাকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে। এছাড়া, এই দুর্ঘটনায় মারা যাওয়া ২০ জনের সবাই বাংলাদেশি ছিলেন না। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত দুর্ঘটনার বিষয়ে গণমাধ্যমে বা নির্ভরযোগ্য কোনো সূত্রে সাম্প্রতিক সময়ে সৌদি আরবে এমন কোনো ঘটনার খবরের উল্লেখ পাওয়া যায়নি।  

পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে সৌদি আরব ভিত্তিক গণমাধ্যম Al Arabiya এর ওয়েবসাইটে গত ২৮ মার্চ “At least 20 Umrah pilgrims killed, 29 injured in bus crash heading to Mecca” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৭ মার্চ মক্কায় ওমরাহ হজ করতে যাওয়া কিছু হাজী খামিস মুশাইত থেকে আভা নামক এলাকায় যাওয়ার সময় ব্রেক জনিত কারণে আকাবাত শার সড়কে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উক্ত দুর্ঘটনায় ২০ জন হাজী নিহত এবং আরও ২৯ জন আহত হয়। হজযাত্রীদের মধ্যে সৌদি নাগরিকসহ এবং বিভিন্ন দেশের নাগরিকও ছিল।

দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম Khaleej Times এর ওয়েবসাইটে একই দিন “Video: 20 Umrah pilgrims killed, 29 injured in Saudi bus crash” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

জাতীয় দৈনিক The Daily Star এর এক প্রতিবেদন থেকে জানা যায়, উক্ত বাস দুর্ঘটনায় ৮ বাংলাদেশি নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।

আরেক জাতীয় দৈনিক প্রথম আলোতেও একই তথ্যের উল্লেখ পাওয়া যায়।

মূলত, গত ২৭ মার্চ মক্কায় ওমরাহ হজ করতে যাওয়া কিছু হাজী খামিস মুশাইত থেকে আভা নামক এলাকায় যাওয়ার সময়  বাস দুর্ঘটনার কবলে পড়ে। উক্ত দুর্ঘটনায় ২০ জন হাজী নিহত এবং আরও ২৯ জন আহত হয়। এর মধ্যে ৮ জন বাংলাদেশি নিহত এবং ১৮ জন আহত হন। তবে সম্প্রতি সেই দুর্ঘটনার কিছু ছবি প্রকাশ করে ২০ জনেরও বেশি বাংলাদেশী প্রবাসী আগুনে পুড়ে মারা যাওয়ার তথ্য সাম্প্রতিক দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে ৷ 

সুতরাং, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একাধিক বাংলাদেশি আগুনে পুড়ে নিহত হওয়ার পুরোনো সংবাদ সাম্প্রতিক দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img