বাংলাদেশ পুলিশ সেনাবাহিনীর অধীনে নির্বাচন চায়নি

সম্প্রতি, “সেনাবাহিনীর অধীনে নির্বাচন চাইলো পুলিশ, পুলিশের বক্তব্য নিয়ে তোলপাড়” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

সেনাবাহিনী

ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ পুলিশ সেনাবাহিনীর অধীনে নির্বাচন আয়োজনের দাবি জানায়নি বরং ভিন্ন ঘটনার ভিডিও ফুটেজ ডিজিটাল প্রযুক্তির সাহায্যে এডিট করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতেই আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটির শুরুতেই কয়েকটি ভিডিওর খণ্ডাংশ দেখানো হয়। ভিডিওটিতে একজন পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়, “শুধু নৌকা নিয়ে আসলেই, টাকা-পয়সা থাকলেই, বড় বড় নেতার আত্মীয় স্বজন হলেই এই নির্বাচনে জয়লাভ করা যাবে না।”

তারপর ভিডিওটিতে বলতে শোনা যায়, লক্ষ্মীপুর উপনির্বাচনে প্রকাশ্যে নৌকায় সিল মারায় এবার ক্ষেপে গিয়েছেন পুলিশ সদস্যরা। এসপি জুয়েল রানা কঠিন হুঙ্কার দিয়েছেন। তার বক্তব্যটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সোস্যাল মিডিয়ায়। সেই ভিডিওটি আমরা দেখব। এদিকে সেনাবাহিনী মাঠে নামছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। যুক্তরাষ্ট্র থেকে এসব খুশির বার্তা দেওয়া হয়েছে যে সেনাবাহিনীর অধীনে নির্বাচন দিতে হবে। এসব নিয়ে আমরা বিস্তারিত দেখব একটি ভিডিওতে। 

এরপর প্রচারিত ভিডিওটিতে পুলিশ কর্মকর্তা জুয়েল রানা’র বক্তব্যের ভিডিওটি ফুটেজ দেখানো হয়।

ভিডিও যাচাই

প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে Rtv News এর ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ২১ ডিসেম্বর “সিলেটে বদলি হলেন কুমিল্লার ভাইরাল পুলিশ সুপার জুয়েল রানা | Cumilla Jewel Rana | Rtv Exclusive News” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।

উক্ত ভিডিও প্রতিবেদনে পুলিশ কর্মকর্তা জুয়েল রানার বক্তব্যের ভিডিও ফুটেজের সাথে আলোচিত ভিডিওর পুলিশ কর্মকর্তার বক্তব্যের মিল খুঁজে পাওয়া যায়।

Comparison Image by Rumor Scanner

পরবর্তীতে, ২০২১ সালের ১২ ডিসেম্বর Nilkamal Media এর ইউটিউব চ্যানেলে “নৌকা আনলেই যে নির্বাচনে জয়ী হতে পারবেন এমন নয়। কি বললো পুলিশ!শুনে আসুন বক্তব্য। Viral police Officer” শীর্ষক শিরোনামে প্রকাশিত কুমিল্লার তৎকালীন সার্কেল এএসপি জুয়েল রানার বক্তব্যের পূর্ণদৈর্ঘ্যের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়। তবে, পুলিশ কর্মকর্তা জুয়েল রানার বক্তব্যের ভিডিও পর্যবেক্ষণ করে সেনাবাহিনীর অধীনে নির্বাচন আয়োজন সংক্রান্ত দাবি খুঁজে পাওয়া যায়নি।

Comparison Image by Rumor Scanner

পরবর্তীতে, প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে ২০২১ সালের ২৩ ডিসেম্বর “১০ মাসেই জনপ্রিয় পুলিশ কর্মকর্তাকে বদলি” শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, কুমিল্লার চৌদ্দগ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আইনশৃঙ্খলা সভায় দেওয়া এএসপি জুয়েল রানার একটি বক্তব্য সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ইউপি নির্বাচন নিয়ে ভাইরাল হওয়া বক্তব্যে জুয়েল রানা বলেন, ‘আপনি নৌকার প্রার্থী হয়েছেন বলেই চেয়ারম্যান হয়ে যাবেন বিষয়টি এমন নয়। আমি যেখানে ডিউটি করেছি নৌকা পেয়েছে ২৫১ ভোট। কিন্তু নৌকার প্রার্থী বলতে পারেননি ভোট সুষ্ঠু হয়নি। শুধু নৌকা নিয়ে আসলেই, টাকা পয়সা থাকলেই, বড় বড় নেতার আত্মীয়-স্বজন হলে এই নির্বাচনে জয় লাভ করা যাবে না৷’

অর্থাৎ, পুলিশ কর্মকর্তা জুয়েল রানার বক্তব্যটি কুমিল্লার ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রেক্ষাপটে প্রদান করা। লক্ষ্মীপুর উপনির্বাচনের সাথে তার উক্ত বক্তব্যের কোনো সম্পর্ক নেই।

এছাড়াও, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সেনাবাহিনীর অধীনে নির্বাচন আয়োজনের দাবির বিষয়ে সত্যতা নিশ্চিত করা যায়নি।

মূলত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবিতে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো রাজপথে আন্দোলন করে আসছে। এরই প্রেক্ষাপটে সম্প্রতি “সেনাবাহিনীর অধীনে নির্বাচন চাইলো পুলিশ, পুলিশের বক্তব্য নিয়ে তোলপাড়” শীর্ষক থাম্বনেইল এবং শিরোনামে ভিন্ন ঘটনার একটি ভিডিও প্রচার করা হয়। তবে অনুসন্ধানে জানা যায়, দাবিটি সঠিক নয়। অধিকতর ভিউ পাবার আশায় চটকদার থাম্বনেইল ও শিরোনাম ব্যবহার করে কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়। এছাড়া, নির্ভরযোগ্য কোনো সূত্রেও এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, পুলিশ বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে নির্বাচন চেয়েছে দাবিতে একটি তথ্য ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img