পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম নারীসহ আটক হয়েছেন দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে প্রচারিত কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, আলোচিত ভিডিওটি সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামের নারীসহ আটক হওয়ার কোনো ঘটনার নয়। বরং, এটি বাগেরহাটের এক শিক্ষকের সঙ্গে সম্পৃক্ত ভিন্ন একটি ঘটনার ভিডিও।
এই বিষয়ে অনুসন্ধানে ‘Sara Khan’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ১২ মার্চ প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক ও বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক কবির আখন্দ নিজ বাসায় এক তরুণীকে নিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সময় জনতার হাতে ধরা পড়েন।
ছড়িয়ে পড়া ভিডিওটির দৃশ্যপট ও এতে দেখা যাওয়া ব্যক্তিদের সঙ্গে ‘Sara Khan’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওটির মিল দেখা যায়।

একই দিন একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকেও ঘটনাটির অনুরূপ ভিডিও (১,২) ছড়িয়ে পড়তে দেখা যায়।
পরবর্তীতে,‘Sk Md Bappy’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ১৮ মার্চ প্রকাশিত অভিযুক্ত শিক্ষক কবির আখন্দের একটি ভিডিও বার্তা পাওয়া যায়। ওই বার্তায় তিনি দাবি করেন, ঘটনাটি ঘটেছে গত বছরের জুলাই-আগস্ট মাসের বিপ্লবের পরপর। তার অভিযোগ, চাঁদা আদায়ের উদ্দেশ্যে একটি মহল তাকে পরিকল্পিতভাবে এই ঘটনায় ফাঁসিয়েছে।
এই বিষয়ে জানতে আজকের পত্রিকার বাগেরহাট প্রতিনিধি সোহান শেখের সঙ্গে যোগাযোগ করলে তিনি রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেন যে, ভিডিওটি বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবির হোসেন আকনের। তবে ঘটনাটি পূর্বপরিকল্পিতভাবে সাজানো হয়ে থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।
সুতরাং, সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম নারীসহ আটক দাবিতে বাগেরহাটের এক শিক্ষকের ভিডিও প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Sara Khan: Facebook Post
- Sk Md Bappy: Facebook Post