সম্প্রতি “অবৈধপথে ইউরোপ পাড়ি দিতে গিয়ে সমুদ্রে মারা যাওয়া অভিবাসীদের ব্যাগ সংগ্রহ করে ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে ইতালিয়ান মিউজিয়ামের ভিতরে রাখা হয়েছে।” শীর্ষক শিরোনামে অসংখ্য ব্যাগের ছবি সম্বলিত একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, এগুলো ইউরোপে প্রবেশ করতে গিয়ে সমুদ্রে মারা যাওয়া অভিবাসীদের ব্যবহৃত ব্যাগের ছবি নয় বরং এগুলো অ্যারিজোনা মরুভূমি অতিক্রমকারী অভিবাসীদের ফেলে যাওয়া ব্যাগ দিয়ে তৈরি প্রদশর্নী।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে ইউনিভার্সিটি অব মিশিগানের সাহিত্য, বিজ্ঞান এবং শিল্পকলার ওয়েবসাইটের অধিনে থাকা “State of Exception” নামের ওয়েবসাইটে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।

মূলত, অনথিভুক্ত অভিবাসীদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় অ্যারিজোনা মরুভূমিতে ফেলে আসা বস্তু এবং বিভিন্ন জিনিসপত্র মিশিগান বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ববিদ জেসন ডি লিওন তার গবেষণার অংশ হিসেবে সংগ্রহ করেন। পরবর্তীতে ডি লিওনের সহযোগিতায় ফটোগ্রাফার রিচার্ড বার্নস এবং কিউরেটর আমান্ডা ক্রুগলিয়াক সংগৃহীত প্রায় একশত ব্যাগ এবং বিভিন্ন জিনিসপত্র দিয়ে একটি প্রদর্শনী তৈরি করেন।
এছাড়াও, রিচার্ড বার্নস এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রদশর্নীর ছবির পাশাপাশি অভিবাসীদের ব্যবহৃত বিভিন্ন জিনিস পত্রের ছবিও খুঁজে পাওয়া যায়।

উল্লেখ্য, ২০১৭ সালে নিউ ইয়র্ক টাইমস এবং স্প্যানিশ নিউজ এজেন্সি ইএফই উক্ত প্রদর্শনী সংক্রান্ত প্রতিবেদন করে।
তাছাড়া, অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপে প্রবেশ করতে গিয়ে মারা যাওয়া অভিবাসীদের ব্যাগ বা ব্যবহৃত বস্তু ইতালির কোন মিউজিয়ামে সংগৃহীত থাকার কোন তথ্য ইন্টারনেটে খুঁজে পাওয়া যায় নি।
আরো পড়ুনঃ অটোরিকশা থেকে গর্ভবতী মহিলাকে উদ্ধারের ভিডিওটি পূর্বপরিকল্পিত
অর্থাৎ, অ্যারিজোনা মরুভূমি অতিক্রমকারী অভিবাসীদের ফেলে যাওয়া ব্যাগ দিয়ে তৈরি প্রদশর্নীর ছবিকে বর্তমানে সমুদ্রপথে ইউরোপে প্রবেশ করতে গিয়ে মারা যাওয়া অভিবাসীদের সংগ্রহীত ব্যাগ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: অবৈধপথে ইউরোপ পাড়ি দিতে গিয়ে সমুদ্রে মারা যাওয়া অভিবাসীদের ব্যাগ সংগ্রহ করে ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে ইতালিয়ান মিউজিয়ামের ভিতরে রাখা হয়েছে
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- State of Exception Website: https://sites.lsa.umich.edu/state-of-exception/
- RICHARD BARNES Website/Image gallery: http://www.richardbarnes.net/state-of-exception-1
- Efe Article: https://www.efe.com/efe/english/entertainment/wall-of-backpacks-set-up-as-immigrant-exhibit-in-opposition-to-trump/50000264-3215528
- NYTimes: https://www.nytimes.com/2017/03/03/arts/design/state-of-exception-estado-de-excepcion-parsons-mexican-immigration.html
- YouTube video: https://youtu.be/i-4QnJ1d3J8