গত ১০ মে চট্টগ্রামের পলোগ্রাউন্ডে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে “তারুণ্যের রাজনৈতিক অধিকার” প্রতিষ্ঠার সমাবেশ অনুষ্ঠিত হয়৷ এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত সমাবেশের দৃশ্য দাবিতে একটি ছবিও প্রচার করা হয়।

এরূপ দাবিতে উক্ত ছবি সম্বলিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি গত ১০ মে চট্টগ্রামের পলোগ্রাউন্ডে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে “তারুণ্যের রাজনৈতিক অধিকার” প্রতিষ্ঠার সমাবেশের ছবি নয় বরং, চট্টগ্রামের পলোগ্রাউন্ডে ২০২২ সালের ৪ ডিসেম্বরে জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জনসভার দৃশ্য আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে মূলধারার সংবাদমাধ্যম ‘চ্যানেল২৪’ এর ওয়েবসাইটে ‘ছবিতে পলোগ্রাউন্ডে আওয়ামী লীগের জনসভা’ শীর্ষক শিরোনামে ২০২২ সালের ৪ ডিসেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত একটি ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির তুলনা করলে হুবহু সাদৃশ্য পাওয়া যায়।

ছবিটি সম্পর্কে প্রতিবেদনটিতে বলা হয়, “চট্টগ্রামের পলোগ্রাউন্ডে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভা”। এছাড়াও প্রতিবেদনটিতে বলা হয়, ২০২২ সালের ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ডে জেলা আওয়ামী লীগ এক জনসভার আয়োজন করে। এদিন বিকেলে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নৌকা প্রতীকে জনসাধারণের কাছে ভোট চান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়াও, সংবাদমাধ্যম নিউজ বাংলা২৪, ইউনাইটেড নিউজ বাংলাদেশের ওয়েবসাইটেও ২০২২ সালের ৪ ডিসেম্বরে আওয়ামী লীগের সমাবেশের ছবি দাবিতে উক্ত ছবিটি প্রচার হতে দেখা যায়।
সুতরাং, ২০২২ সালের ৪ ডিসেম্বরে আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জনসভার দৃশ্যকে গত ১০ মে চট্টগ্রামের পলোগ্রাউন্ডে আয়োজিত বিএনপির সমাবেশের ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।