গত ৪ সেপ্টেম্বর গেজেটের মাধ্যমে ৩০০ আসনের সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়েছে। এর পর থেকে ভাঙ্গায় বিভিন্ন কর্মসূচি পালন করছেন স্থানীয় বাসিন্দারা। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হয়েছে, সম্প্রতি ফরিদপুর আওয়ামী লীগ হরতালের ডাক দিয়েছে। তারই দৃশ্য এটি।

উক্ত দাবির টিকটক ভিডিও দেখুন এখানে।
গত ১১ সেপ্টেম্বর টিকটকে প্রকাশিত এই ভিডিওটি ১ লক্ষ ৭১ হাজারেরও বেশি বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, ২০২২ সালে ঢাকা জেলা আ’লীগের সম্মেলনের ভিডিওকে বিভ্রান্তিকরভাবে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম সূত্রে জানা যায়, ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত ইস্যুতে ৫ সেপ্টেম্বর ভাঙ্গায় সব মহাসড়ক অবরোধ করা হয়। এ ছাড়া ৯ ও ১০ সেপ্টেম্বর পুনরায় দুটি মহাসড়ক ও ঢাকা-খুলনা রেলপথ অবরোধ করেন স্থানীয়রা। গত ১৩ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর কর্মসূচি ঘোষণা করা হয় ‘আলগী ও হামিরদি ইউনিয়ন এবং ভাঙ্গা উপজেলার সর্বদলীয় ঐক্য পরিষদ’ ব্যানারে। অর্থাৎ, এসব কর্মসূচীতে হরতালের বিষয়ে কোনো উল্লেখ নেই। তাছাড়া, এসব কর্মসূচী দলীয়ভাবে নয়, নেওয়া হয়েছে একটি সংগঠনের ব্যানারে। অন্যদিকে আলোচিত ভিডিওটি ১১ সেপ্টেম্বর প্রকাশ করা হয়। সেদিনও মহাসড়ক অবরোধের কর্মসূচী ছিল আন্দোলনকারীদের।
অর্থাৎ, আ’লীগ সম্প্রতি ফরিদপুরে কোনো হরতাল কর্মসূচী পালন করেনি।
পরবর্তী অনুসন্ধানে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে ভিডিওটির উপাদানগুলোতে অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়। রাস্তায় টায়ারে আগুন জ্বালানোর সময় আগুনের মুভমেন্ট, আশেপাশে মানুষের অঙ্গভঙ্গিসহ পারিপার্শ্বিক বিষয়গুলোয় অসামঞ্জস্যতা দেখা যায়।
বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।
তাছাড়া, টিকটকে MD. Tawhidur Zzaman Tawhid নামের যে অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি প্রকাশ করা হয়েছে সেটি বিশ্লেষণ করে দেখা যায়, এই অ্যাকাউন্টে নিয়মিতই এআই দিয়ে তৈরি ভিডিও প্রচার করা হয়। এই অ্যাকাউন্টের একাধিক ভিডিওকে (১, ২) পূর্বেও এআই হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, এআই দিয়ে তৈরি ভিডিওকে ফরিদপুরে আ’লীগের হরতাল পালনের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- DeepFake-o-meter: AVSRDD (2025)
- Bangla Tribune: ফরিদপুরের ভাঙ্গায় বিক্ষোভ-অবরোধ শনিবার পর্যন্ত স্থগিত