সম্প্রতি, টঙ্গী, আব্দুল্লাহপুর এলাকায় আওয়ামী লীগের সমাবেশ দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে টঙ্গীতে আওয়ামী লীগের কোনো সমাবেশ অনুষ্ঠিত হয়নি। প্রকৃতপক্ষে, গত ২৫ আগস্ট তুরাগ নদের ওপর বেইলি সেতু নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Trinomul TV’ নামক ইউটিউব চ্যানেলে গত ২৫ আগস্ট ‘টঙ্গী ও ঢাকা আব্দুল্লাহপুর সংযোগস্থল তুরাগ নদীর উপর বেইলি ব্রিজ নির্মাণের জন্য মানববন্ধন’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর শুরু থেকে ১২ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

ভিডিওটির বর্ণনা থেকে জানা যায়, ২৫ আগস্ট (সোমবার) সকাল ১০টা থেকে পৌনে এক ঘণ্টা গাজীপুরের টঙ্গী ও ঢাকার আবদুল্লাহপুরে যাতায়াতের জন্য তুরাগ নদের উপর বেইলি সেতু নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দা ও টঙ্গী বাজার এলাকার ব্যবসায়ীরা।
এ বিষয়ে আরো অনুসন্ধান করে জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে গত ২৫ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৫ আগস্ট সকাল ১০টার দিকে টঙ্গী-আবদুল্লাহপুরের মাঝে তুরাগ নদের বেইলি সেতু নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ করেন ব্যবসায়ী ও এলাকাবাসী। পরে তাঁরা টঙ্গী উড়ালসড়কের নিচে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ‘উত্তরা ও টঙ্গী গাজীপুরবাসী’র ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় আন্দোলনকারীরা অতি দ্রুত সময়ের মধ্যে তুরাগ নদের ওপর সেতু নির্মাণ করতে তাদের এক দফা, এক দাবি জানায়। এ সময় তারা আবদুল্লাহপুর সড়ক সংস্কারের দাবিও জানান।
অর্থাৎ, ভিডিওটি আওয়ামী লীগের সমাবেশের নয়।
সুতরাং, তুরাগ নদের ওপর বেইলি সেতু নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধের ভিডিওকে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের সমাবেশের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Trinomul TV – YouTube Video
- Prothom Alo – তুরাগ নদের ওপর বেইলি সেতু নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ