গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। নির্বাচনে ভিপি (সহ-সভাপতি) পদে জয়লাভ করেন মোঃ আবু সাদিক (সাদিক কায়েম)। এরই প্রেক্ষিতে সম্প্রতি অনলাইনে দাবি প্রচার করা হয়েছে, ডাকসু নির্বাচনে জিয়াউর রহমান হল ও ফজলুল হক হলে আবিদুল ইসলাম খান (১৮১), সাদিক কায়েম (৮৪১), আব্দুল কাদের (৪৭), উমামা ফাতেমা (১৫৩) ও শামীম হোসেন (১৪১) একই সংখ্যক ভোট পেয়েছেন।

ডাকসু নির্বাচনে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে আবিদুল ইসলাম খান ১৮১ ভোট, সাদিক কায়েম ৮৪১ ভোট ও উমামা ফাতেমা ১৫৩ ভোট পেয়েছেন দাবিতে গণমাধ্যমেও সংবাদ প্রচার করা হয়েছে। দেখুন এনটিভি, আরটিভি, চ্যানেল২৪, মাছরাঙা টিভি (ফেসবুক), বাংলাভিশন (ফেসবুক), দেশ টিভি (ফেসবুক), ডিবিসি নিউজ (ফেসবুক), কালবেলা, নয়া দিগন্ত, যায় যায় দিন, আজকের পত্রিকা, ইত্তেফাক, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, দেশ রূপান্তর, দৈনিক আমাদের সময়, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, ডেইলি অবজারভার, আমাদের সময়, জনকণ্ঠ, জাগোনিউজ২৪, ঢাকা মেইল, দ্য ডেইলি ক্যাম্পাস, ফেস দ্যা পিপল (ফেসবুক), রূপালী বাংলাদেশ, খবর সংযোগ, বাংলাদেশ জার্নাল, খবরের কাগজ (ফেসবুক), স্বদেশ প্রতিদিন, ঢাকা স্ট্রিম, আমার সংবাদ, শেয়ার নিউজ, এমটি নিউজ, ইনসাফ২৪, ক্যাম্পাস রিপোর্ট ২৪, বাংলা এডিশন, দৈনিক শিক্ষা, সিটি নিউজ ঢাকা, স্বদেশ বাংলা, দেশকাল নিউজ, ডোনেট বাংলাদেশ।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডাকসু নির্বাচনে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও ফজলুল হক মুসলিম হলে আবিদুল ইসলাম খান ১৮১ ভোট, সাদিক কায়েম ৮৪১ ভোট, উমামা ফাতেমা ১৫৩ ভোট, শামীম হোসেন ১৪১ ভোট ও আব্দুল কাদেরের ৪৭ ভোট পাওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ফজলুল হক মুসলিম হলের ক্ষেত্রে প্রচারিত সংখ্যাটি সঠিক তবে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে আবিদুল ইসলাম খান ২৪৮ ভোট, সাদিক কায়েম ৬৭৪ ভোট, উমামা ফাতেমা ১৫১ ভোট, শামীম হোসেন ১৩১ ভোট ও আব্দুল কাদের ৭০ ভোট পেয়েছেন।
এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘যমুনা টিভি’র ইউটিউব চ্যানেলে গত ১০ সেপ্টেম্বরে সম্প্রচারিত একটি লাইভ ভিডিও পাওয়া যায়। লাইভ ভিডিওটির ১৭ মিনিট ৩০ সেকেন্ড পরবর্তী সময়ে ফজলুল হক মুসলিম হলে ডাকসু ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের পাওয়া ভোট সংখ্যা ঘোষণা করতে দেখা যায়। ঘোষণায় বলা হয়, ফজলুল হক মুসলিম হলে ডাকসু ভিপি পদে আব্দুল কাদের ৪৭ ভোট, উমামা ফাতেমা ১৫৩ ভোট, আবিদুল ইসলাম খান ১৮১ ভোট, সাদিক কায়েম ৮৪১ ভোট ও শামীম হোসেন ১৪১ ভোট পেয়েছেন।
পরবর্তীতে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ডাকসু ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের পাওয়া ভোট সংখ্যা ঘোষণার ভিডিওর বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘এখন টিভি’র ইউটিউব চ্যানেলে গত ১০ সেপ্টেম্বরে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ৪০ মিনিট ৪৪ সেকেন্ড পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ডাকসু ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের পাওয়া ভোট সংখ্যা ঘোষণা করতে দেখা যায়। ঘোষণায় বলা হয়, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে আব্দুল কাদের ৭০ ভোট, উমামা ফাতেমা ১৫১ ভোট, আবিদুল ইসলাম খান ২৪৮ ভোট, সাদিক কায়েম ৬৭৪ ভোট ও শামীম হোসেন ১৩১ ভোট পেয়েছেন।
এছাড়াও, এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ডাকসু নির্বাচনে প্রতিটি হলে প্রতিটি পদের প্রার্থীদের পাওয়া ভোটের সংখ্যার একটি তালিকা পাওয়া যায়। তালিকাটি থেকে ফজলুল হক মুসলিম হলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের পাওয়া ভোটের সংখ্যা পর্যবেক্ষণ করলে দেখা যায়, ফজলুল হক হলে ভিপি পদে আবিদুল ইসলাম খান ১৮১ ভোট, সাদিক কায়েম ৮৪১ ভোট, উমামা ফাতেমা ১৫৩ ভোট, শামীম হোসেন ১৪১ ভোট ও আব্দুল কাদের ৪৭ ভোট পেয়েছেন।

পরবর্তীতে, তালিকাটি থেকে মু্ক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের পাওয়া ভোটের সংখ্যা পর্যবেক্ষণ করলে দেখা যায়, মু্ক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ভিপি পদে আবিদুল ইসলাম খান ২৪৮ ভোট, সাদিক কায়েম ৬৭৪ ভোট, উমামা ফাতেমা ১৫১ ভোট, শামীম হোসেন ১৩১ ভোট ও আব্দুল কাদের ৭০ ভোট পেয়েছেন।
অর্থাৎ, ফজলুল হক হলে ভিপি পদে আলোচিত প্রার্থীদের পাওয়া ভোটের সংখ্যা দাবিতে প্রচারিত সংখ্যাগুলো সঠিক হলেও মু্ক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ক্ষেত্রে ভিপি পদে আলোচিত প্রার্থীদের পাওয়া ভোটের সংখ্যা সঠিক নয়।
এছাড়াও, অনুসন্ধানে ডাকসু নির্বাচনে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ভিপি পদে প্রার্থীদের পাওয়া ভোটের সংখ্যা নানা ফেসবুক অ্যাকাউন্ট থেকেও গত ১০ সেপ্টেম্বরে প্রচার হতে দেখা যায় যার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদত্ত সংখ্যার মিল পাওয়া যায়।
পাশাপাশি, ১০ সেপ্টেম্বর ভোরে মূলধারার গণমাধ্যম যমুনা টিভি, এটিএন বাংলাসহ একাধিক গণমাধ্যমের ফেসবুক পেজেও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ভিপি পদে প্রার্থীদের পাওয়া ভোটের সংখ্যা প্রচার হতে দেখা যায় যার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদত্ত সংখ্যার মিল পাওয়া যায়।
এছাড়াও, এ বিষয়ে অনুসন্ধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গত ১৪ সেপ্টেম্বরে ‘ফজলুল হক মুসলিম হল ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ফলাফল নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ’ প্রচার হতে দেখা যায়। প্রতিবাদ লিপিতে বলা হয়, “একটি জাতীয় দৈনিকে ‘ডাকসু ও হল সংসদ: জয়ী প্রার্থীদের তালিকা’ শীর্ষক শিরোনামে একটি সংবাদ বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটিতে ফজলুল হক মুসলিম হল ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের কয়েকজন প্রার্থীর ভোট সংখ্যা একই দেখানো হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ধরনের অপতথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
প্রকৃতপক্ষে, ফজলুল হক মুসলিম হলে সহ সভাপতি (ভিপি) পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম) ৮৪১, মো. আবিদুল ইসলাম খান ১৮১, উমামা ফাতেমা ১৫৩, আব্দুল কাদের ৪৭, শামীম হোসেন ১৪১ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ ৫৮৯, শেখ তানভীর বারী হামিম ২২৮, মেঘমল্লার বসু ৯৯, মো. আবু বাকের মজুমদার ৩৪১ ভোট পেয়েছেন। সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে তানভীর আল হাদী মায়েদ ১৮৮, মো. মহিউদ্দিন খাঁন ৭০৫ ও আশরেফা খাতুন ৩৫ ভোট পেয়েছেন।
অন্যদিকে, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে সহ সভাপতি (ভিপি) পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম) ৬৭৪, মো. আবিদুল ইসলাম খান ২৪৮, উমামা ফাতেমা ১৫১, শামীম হোসেন ১৩১ ও আব্দুল কাদের ৭০ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ ৫৪৪, মো. আবু বাকের মজুমদার ৭২ ও শেখ তানভীর বারী হামিম ৩৩৪টি ভোট পেয়েছেন। সহ সাধারণ সম্পাদক পদে (এজিএস) মো. মহিউদ্দিন খাঁন ৫৭৭, তানভীর আল হাদী মায়েদ ২৩৪ ও আশরেফা খাতুন ২৮টি ভোট পেয়েছেন।..”
এ থেকে উপরোল্লিখিত তথ্যপ্রমাণ থেকে নিশ্চিত হওয়া যায় যে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে প্রকৃতপক্ষে আবিদুল ইসলাম খান ২৪৮ ভোট, সাদিক কায়েম ৬৭৪ ভোট, উমামা ফাতেমা ১৫১ ভোট, শামীম হোসেন ১৩১ ভোট ও আব্দুল কাদের ৭০ ভোট পেয়েছেন এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও ফজলুল হক মুসলিম হলে আলোচিত প্রার্থীরা একইসংখ্যাক ভোট পেয়েছেন শীর্ষক দাবিটিও সঠিক নয়।
সুতরাং, ডাকসু নির্বাচনে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে আবিদুল ইসলাম খান ১৮১ ভোট, সাদিক কায়েম ৮৪১ ভোট, উমামা ফাতেমা ১৫৩ ভোট, শামীম হোসেন ১৪১ ভোট ও আব্দুল কাদের ৪৭ ভোট পেয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Jamuna TV – 🛑 LIVE : ডাকসু নির্বাচনের কার্জন হল কেন্দ্রের ফলাফল ঘোষণা
- Ekhon TV – সূর্যসেন-মুজিব-জিয়া: কোন হলে কার কত ভোট?
- Dhaka University – ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ফলাফল
- Dhaka University – ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫ ফজলুল হক মুসলিম হল
- Dhaka University – ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল
- Dhaka University – ফজলুল হক মুসলিম হল ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ফলাফল নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
- Ashraful Amin – Facebook Post
- Jamuna TV – Facebook Post
- ATN Bangla News – Facebook Post