সম্প্রতি “হঠাৎ করেই গাজীপুর চৌরাস্তায় আওয়ামী লীগ ছাত্রলীগের এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে” দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ভিডিওতে সমবেতদের “শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই, একাত্তরের রাজাকার এই মুহুর্তে বাংলা ছাড়, রাজাকারের আস্তানা ভেঙে দেও গুঁড়িয়ে দেও,তুমি কে আমি কে বাঙালী বাঙালী.. ” স্লোগান দিতে শোনা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি গাজীপুরে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশের নয় বরং, ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Rj রেজা Vha’i’ নামক ফেসবুক অ্যাকাউন্টে গত ১৭ সেপ্টেম্বর প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর উল্লেখযোগ্য মিল দেখা যায়। উভয় ভিডিওর পারিপার্শ্বিক অবস্থার পর্যবেক্ষণ করে নিশ্চিত হওয়া যায় যে, ভিডিও দুইটি একই ঘটনার।

উক্ত ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, এটি গাজীপুর চৌরাস্তায় ডিপ্লোমা প্রকৌশলী ছাত্রদের সাত দফা আন্দোলন।
পরবর্তীতে, ফেসবুকে অনুসন্ধান করে উক্ত ঘটনার আরও কিছু ভিডিও (১,২) খুঁজে পাওয়া যায়।
এ বিষয়ে আরো অনুসন্ধান করে ঢাকা পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর গাজীপুরে ডিপ্লোমা ডিগ্রীধারী শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। তারা দাবি করেন, কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করেন। এসময় তারা গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় সড়ক অবরোধ করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সেসময় এ বিষয়ে দেশের অন্যান্য গণমাধ্যমও সংবাদ (১,২,৩) প্রকাশ করে।
অর্থাৎ, ভিডিওটি আওয়ামী লীগের বিক্ষোভের নয়।
সুতরাং, গত ১৭ সেপ্টেম্বর গাজীপুরে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভের ভিডিওকে আওয়ামী লীগের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Rj রেজা Vha’ – Facebook Post
- Md. Mehadi Hasan Toukir – Facebook Post
- Dhaka Post – গাজীপুরে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ, মহাসড়কে যান চলাচল বন্ধ