গত ২৬ সেপ্টেম্বর অন্তত দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ‘আজ (২৬.০৯.২৫) রাজধানীর বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল।’
অর্থাৎ দাবি করা হয়েছে ভিডিওটি গত ২৬ সেপ্টেম্বর ঢাকার বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের দৃশ্য।

এই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।
এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি গত ২৬ সেপ্টেম্বর ঢাকার বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের নয়। প্রকৃতপক্ষে, গত ১৮ এপ্রিলে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মিছিলের দৃশ্য আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স সার্চে মূলধারার গণমাধ্যম ‘দেশ রূপান্তর’ এর ওয়েবসাইটে ‘উত্তরায় আ. লীগ ও অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল, ছাত্র-জনতার ক্ষোভ’ শিরোনামে গত ১৮ এপ্রিলে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতে একটি ছবিরও সংযুক্তি পাওয়া যায়, যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত দৃশ্যের মিল পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়, ‘রাজধানী উত্তরায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন ঝটিকা মিছিল করেছে। শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে তারা এই ঝটিকা মিছিল করে। এমন বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার ভিডিওতে দেখা যায়, উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন মিছিলে নেতৃত্ব দেয়। এছাড়াও পোস্টে দাবি করা হয়। ঢাকা-১৮ আসনের তৃণমূল আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন মিছিলে অংশগ্রহণ করে। সেখানে দাবি করা হয়, মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক র্যাব-১ এর কার্যালয় সামনে মিছিল অনুষ্ঠিত হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, এমন কোনো ঘটনাই র্যাব-১ এর কার্যালয়ের সামনে হয়নি। পুলিশ প্রশাসন ধারণা করছে, শুক্রবার ভোরের দিকে ২০-৩০ জন এয়ারপোর্ট ফ্লাইওভারের নিচে এ ঝটিকা মিছিল আয়োজন করে।’
এছাড়াও, অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘কালের কণ্ঠ’ এর ফেসবুক পেজে গত ১৮ এপ্রিলে প্রচারিত একটি মিছিলের ভিডিও পাওয়া যায়, যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত মিছিলের দৃশ্যের মিল পাওয়া যায়। ভিডিওটি সম্পর্কে ক্যাপশনে বলা হয়, ‘উত্তরায় আওয়ামী লীগের বড় মিছিল!’।
এছাড়াও, গত ১৮ এপ্রিলে আলোচিত মিছিলের ভিডিও মূলধারার গণমাধ্যম ‘যুগান্তর’ ও ‘বাংলাদেশ ছাত্রলীগ’ এর ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও উত্তরায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের মিছিলের দৃশ্য দাবিতে প্রচার হতে দেখা যায়।
এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে মূলধারার সংবাদমাধ্যম ‘আজকের পত্রিকা’র ওয়েবসাইটে ‘‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল’ শিরোনামে গত ১৮ এপ্রিলে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, ‘‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে রাজধানীর বিমানবন্দরে বিক্ষোভ–মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। আজ শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টর রেলগেটসংলগ্ন কসাইবাড়ি থেকে বিমানবন্দর মহাসড়ক পর্যন্ত এ বিক্ষোভ–মিছিল করা হয়। ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ব্যানারে বিক্ষোভ–মিছিলটি করা হয়। বিক্ষোভ–মিছিলের একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। ওই ভিডিওতে দেখা যায়, উত্তরখান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন মিয়া নেতৃত্ব দিচ্ছেন।’
এছাড়াও, আলোচিত মিছিলের ভিডিও গত ১৮ এপ্রিলে নানা ফেসবুক পেজ থেকেও প্রচার হতে দেখা যায়।
এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং গত ১৮ এপ্রিলের।
সুতরাং, গত ১৮ এপ্রিলে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মিছিলের দৃশ্যকে গত ২৬ সেপ্টেম্বর ঢাকার বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Desh Rupantor – উত্তরায় আ. লীগ ও অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল, ছাত্র-জনতার ক্ষোভ
- Kaler Kantho – উত্তরায় আওয়ামী লীগের বড় মিছিল!
- Ajker Patrika – ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল
- উত্তরার খবর – Facebook Post
- Rumor Scanner’s analysis