গত ০৫ আগস্ট গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর আওয়ামী লীগের অনেক এমপি-মন্ত্রী দেশ ছেড়েছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া, রাজনৈতিক পটপরিবর্তনের ফলে হামলা, মামলা, গ্রেপ্তারের মুখে আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের অনেক সাবেক এমপি-মন্ত্রী ও নেতাকর্মীরা। ইতিমধ্যে বিভিন্ন মামলায় অনেকে গ্রেফতারও হয়েছেন।
এরই মধ্যে সম্প্রতি, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে। এছাড়াও, ‘অভিনন্দন বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কে’ শীর্ষক তথ্যে বা শিরোনামে যমুনা টিভির লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে দাবিতে পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে দাবিতে পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে অভিনন্দন জানিয়ে যমুনা টিভির লোগো যুক্ত ফটোকার্ড প্রচার করে ফেসবুকে পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে অভিনন্দন জানিয়ে যমুনা টিভির লোগো যুক্ত ফটোকার্ড প্রচার করে এক্স পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কিংবা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দয়িত্ব দেওয়া হয়েছে শীর্ষক দাবিটি সঠিক নয়। বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিগুলো ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। এছাড়া, আবদুল হামিদকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে অভিনন্দন জানিয়ে মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম যমুনা টিভি কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, যমুনা টিভির লোগো ব্যবহার করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে গণ আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগ পরবর্তী সময়ে দল পরিচালনার জন্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে কিনা জানতে কি-ওয়ার্ড সার্চ করে কোনো সংবাদ মাধ্যমে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
আওয়ামী লীগ দেশের অন্যতম রাজনৈতিক দল। এদলের কেন্দ্রীয় কমিটিতে কাউকে দায়িত্ব প্রদান করা হলে বিশেষ করে দলের গুরুত্বপূর্ণ প্রধান দুটি পদে কাউকে দায়িত্ব দেওয়া হলে সেটি অবশ্যই গণমাধ্যমে প্রচার হওয়ার কথা।
এছাড়া, আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুকে পেজ ‘Bangladesh Awami League’ পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
তবে, কি-ওয়ার্ড সার্চ করে ‘কালের কন্ঠ’ এর ওয়েবসাইটে ০৪ সেপ্টম্বর আলোচিত বিষয়ে ‘এখনই দলের নেতৃত্বে পরিবর্তন আনছে না আওয়ামী লীগ’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন পাওয়া যায়।
প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, ‘ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বে এখনই কোনো পরিবর্তন আনা হচ্ছে না। দলের কর্মকাণ্ড পরিচালনায় কাউকে ভারপ্রাপ্ত সভাপতি বা সাধারণ সম্পাদক করারও কোনো সিদ্ধান্ত হয়নি। আওয়ামী লীগের কেন্দ্রীয় নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা কালের কণ্ঠকে এমন তথ্য জানিয়েছেন। তাঁরা জানান, কয়েক দিন ধরে আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন আনার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব প্রচার করা হচ্ছে তা সত্য নয়।’
পরবর্তীতে, ‘অভিনন্দন বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কে’ শীর্ষক শিরোনামে মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম যমুনা টিভি কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেছে কিনা জানতে অনুসন্ধানে যমুনা টিভির ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত সংবাদ ও ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও যমুনা টিভি’র ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির সপক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
তবে, যমুনা টিভির ভেরিফাইড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত ফটোকার্ডের বিষয়ে একটি পোস্ট পাওয়া যায়। আলোচিত ফটোকার্ডটি ভুয়া উল্লেখ করে গণমাধ্যমটি জানায়, ‘যমুনা টিভি এমন কোনো সংবাদ প্রচার করেনি; গুজবে বিভ্রান্ত হবেন না’
অর্থাৎ, এটা নিশ্চিত যে ৫ আগস্টের পরবর্তী সময়ে এখন পর্যন্ত দল পরিচালনার জন্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।
সুতরাং, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে শীর্ষক দাবিটি মিথ্যা। এবং আবদুল হামিদকে আওয়ামী লীগের সভাপতি হিসেবে অভিনন্দন জানিয়ে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- কালের কন্ঠ: এখনই দলের নেতৃত্বে পরিবর্তন আনছে না আওয়ামী লীগ
- Jamuna Television: Facebook Page Post
- Rumor Scanner’s Own Analysis