উপদেষ্টা আসিফের বাবা দাবিতে আওয়ামী লীগ নেতার হামলার ভিডিও প্রচার 

সম্প্রতি, ‘আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবার ক্ষমতা কত, তা একবার দেখেই নিন! কিছু মানুষ শুধু নিজের পরিচয়েই নয়, তাদের ছেলের নামেও মাস্তানি করে -কারণ সেই নামের পেছনে থাকে এক বিশাল প্রভাব, ক্ষমতা ও সুনাম।’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

এক্সে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবা দাবিতে প্রচারিত ভিডিওটি আসিফের বাবার নয় বরং, প্রচারিত ভিডিওটি গত বছরের জুন মাসে ভোলার লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী কাপ-পিরিচ প্রতীকের লায়ন হাসনাত হাছনাইনের ওপর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারের হামলার দৃশ্য। 

অনুসন্ধানে ‘Nur E Alam Nuru’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত বছরের (২০২৪) ০৮ জুন প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে থাকা ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

উক্ত পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার একজন প্রার্থীদের ওপর হামলার ঘটনার দৃশ্য এটি। 

এছাড়া, ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলে গত বছরের ০৫ জুন “ভোলার লালমোহনে চেয়ারম্যান প্রার্থীকে প্রকাশ্যে মারধর” শীর্ষক শিরোনামে প্রকাশিত আরেকটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। 

Screenshot: DBC NEWS YouTube Channel 

উক্ত ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, দৃশ্যটি ভোলার লালমোহনে চেয়ারম্যান প্রার্থীকে মারধরের। 

পরবর্তীতে সময় টিভির ওয়েবসাইটে গত বছরের ০৫ জুন “চেয়ারম্যান প্রার্থীকে আওয়ামী লীগ নেতার মারধর, ভিডিও ভাইরাল”- শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের ০৫ জুন ভোলার লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী কাপ-পিরিচ প্রতীকের লায়ন হাসনাত হাছনাইনের ওপর হামলা চালিয়েছেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার। তার এই মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অর্থাৎ, হামলাকারী ব্যক্তি আসিফ মাহমুদের বাবা নয়। তিনি ভোলার লালমোহন উপজেলার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার।

অন্যদিকে, আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন আকুবপুর গ্রামে। তার বাবা মো. বিল্লাল হোসেন আকুবপুর ইয়াকুব আলী ভূইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 

সুতরাং, ভোলায় আওয়ামী লীগ নেতা কর্তৃক উপজেলা নির্বাচনের প্রার্থী লায়ন হাসনাত হাছনাইনের ওপর হামলার পুরোনো দৃশ্যকে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা কর্তৃক হামলার দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img