গত ২৮ সেপ্টেম্বর পুরুষদের এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। পাকিস্তানের ১৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২ বল হাতে রেখে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। সম্প্রতি এরই প্রেক্ষিতে একটি কথিত সংবাদ প্রতিবেদন প্রচার করে দাবি করা হয়েছে, ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সূর্যকুমার যাদব বলেছেন, ‘পাকিস্তান আমাদের কাছে এখন সবসময়ই পুচকে দল। বাংলাদেশের সাথে ফাইনাল জমে যায়। বাংলাদেশ থাকলে তারা ফাইনালে আরো ভালো খেলতো।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টটি ৪ লক্ষ ৭৬ হাজারেরও অধিক বার দেখা হয়েছে এবং ১৯ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের জায়গায় বাংলাদেশ ফাইনাল খেললে আরো ভালো খেলতো শীর্ষক কোনো মন্তব্য করেননি সূর্যকুমার যাদব। প্রকৃতপক্ষে, কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই ফাইনাল ম্যাচের আগের একটি ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনের সূর্যকুমারের অপ্রাসঙ্গিক বক্তব্যের খন্ডাংশ সংযুক্ত করে আলোচিত দাবি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত কথিত সংবাদ প্রতিবেদনটি পর্যবেক্ষণ করলে তাতে সূর্যকুমারের বক্তব্যের একটি খন্ডাংশ পাওয়া যায়। বক্তব্যে সূর্যকুমারকে (দলের ভালো খেলাকে ইঙ্গিত করে) বলতে শোনা যায়, “প্রতিটি খেলায়ই তারা চরিত্রের পরিচয় দিচ্ছে” (অনূদিত)। উক্ত বক্তব্যের খন্ডাংশে বাংলাদেশের কোনো উল্লেখ পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে খেলাধুলা বিষয়ক ইউটিউব চ্যানেল ‘স্পোর্টস সেন্ট্রাল বাই ডিআরএম’ এ গত ২২ সেপ্টেম্বরে প্রচারিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। ভিডিওটিতে এশিয়া কাপের সুপার ফোরে ভারত বনাম পাকিস্তান ম্যাচের পর ম্যাচ শেষের প্রেজেন্টেশনের দৃশ্য প্রদর্শিত হয়েছে। উক্ত ভিডিওটির ৬ মিনিট ৩৬ সেকেন্ড পরবর্তী সময়ে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত কথিত সংবাদ প্রতিবেদনে সংযুক্ত সূর্যকুমার যাদবের দৃশ্যের হুবহু মিল পাওয়া যায়।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত দৃশ্যটি মূলত এশিয়া কাপ ফাইনালের আগে সুপার ফোর ম্যাচের উক্ত ম্যাচ শেষের প্রেজেন্টেশনের ভিডিও থেকে নেওয়া হয়েছে। ভিডিওটিতে সূর্যকুমারকে সতীর্থদের প্রশংসা করতে দেখা যায়। তবে কোথাও বাংলাদেশের নাম উল্লেখ করতে দেখা যায়নি। এছাড়া, স্বাভাবিকভাবেই ফাইনাল ম্যাচের আগেই সূর্য কুমারের এরূপ মন্তব্য করার বিষয়টিও অযৌক্তিক।
এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও আলোচিত দাবিটির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে সূর্যকুমার বাংলাদেশকে জড়িয়ে এরূপ কোনো মন্তব্য করলে তা দেশিয় ও আন্তর্জাতিক নানা গণমাধ্যমে প্রচার করা হতো।
সুতরাং, সূর্যকুমার যাদব ‘এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের জায়গায় বাংলাদেশ ফাইনাল খেললে আরো ভালো খেলতো’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Sports Central by DRM – Post Match Ceremony | India vs Pakistan | Super 4 | Match 14 | DP World Asia Cup 2025 | ZF1K
- Rumor Scanner’s analysis