সম্প্রতি, “ব্রেকিং নিউজঃ সব জল্পনা কল্পনা শেষে সবাইকে অবাক করে টি-২০ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তামিম ইকবাল” শীর্ষক শিরোনামে একটি তথ্য কিছু ভুঁইফোড় অনলাইন পোর্টালে প্রকাশের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, এশিয়া কাপে তামিমের খেলতে যাওয়ার দাবিটি সত্য নয় বরং কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়াই তথ্যটি প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওয়েবসাইটে গত ১৩ আগস্ট Bangladesh squad for Asia Cup 2022 announced শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে এশিয়া কাপের জন্য সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৭ সদস্যের বাংলাদেশ দল ঘোষণার কথা জানানো হয়। তবে সদস্যদের তালিকায় তামিম ইকবালের নাম খুঁজে পাওয়া যায় নি।

পরবর্তীতে একই ওয়েবসাইটে গত ২২ আগস্ট Md Naim included in Bangladesh Squad for Asia Cup শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

সেখানে উল্লেখ করা হয়, বাংলাদেশের এশিয়া কাপের দলে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে ওপেনার মোহাম্মদ নাইমকে।
প্রতিবেদনে বিসিবি জানায়, এর আগে ঘোষিত দলে থাকা দুইজন ক্রিকেটার হাসান মাহমুদ এবং নুরুল হাসান সোহান ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন। তাই নতুন করে নাইমকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পূর্বে ঘোষিত দলে ১৭ জন থাকলেও এই তালিকায় দুইজন বাদ এবং একজন নতুন করে অন্তর্ভুক্ত হওয়ায় দলের সদস্য সংখ্যা দাঁড়ায় ১৬ জনে। নতুন তালিকায়ও তাই তামিম ইকবালের নাম ছিল না।
গুজবের সূত্রপাত
অনুসন্ধানে জানা যায়, গত ১৬ আগস্ট sanarbangla নামক একটি ভুঁইফোড় অনলাইন পোর্টালে ব্রেকিং নিউজঃ সব জল্পনা কল্পনা শেষে সবাইকে অবাক করে টি-২০ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তামিম ইকবাল (আর্কাইভ) শিরোনামে প্রকাশ হওয়া একটি প্রতিবেদনের লিঙ্ক ব্যবহার করে এশিয়া কাপে তামিমের খেলতে যাওয়ার খবরটি ফেসবুকে ছড়িয়ে পড়তে দেখা যায়। তবে প্রতিবেদনের শিরোনামের সাথে প্রতিবেদনে লেখা তথ্যের মিল খুঁজে পাওয়া যায় নি।

বিস্তারিত প্রতিবেদনে বলা হয়, “বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল অবশেষে দুবাই সরকারের গোল্ডেন ভিসা পেলেন। সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় তামিম নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছেন। জিম্বাবুয়ে সফর শেষ করে গত ১২ আগস্ট দেশে ফেরে জাতীয় দল। তবে দলের সঙ্গে আসেননি অধিনায়ক তামিম। ব্যক্তিগত কাজে তিনি সরাসরি চলে যান সংযুক্ত আরব আমিরাতে। সেখানে স্থানীয় এক শিল্পপতির মাধ্যমে গোল্ডেন ভিসা হাতে পেয়েছেন দেশসেরা ওপেনার।”
এই প্রতিবেদনের কিছু লেখা কিওয়ার্ড সার্চের মাধ্যমে অনুসন্ধান করে দেখা যায়, অনলাইন সংবাদমাধ্যম Jagonews24 গত ১৬ আগস্ট দুবাইয়ের ‘গোল্ডেন ভিসা’ পেলেন তামিম একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে তামিমের গোল্ডেন ভিসা পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। এই প্রতিবেদনের লেখার সাথে sanarbangla ওয়েবসাইটের প্রতিবেদনটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

newslitetoday নামক আরেকটি ভুঁইফোড় অনলাইন পোর্টালও গত ১৭ আগস্ট এশিয়া কাপে তামিমের খেলতে যাওয়ার খবর (আর্কাইভ) প্রকাশ করে। এই খবরে sanarbangla ওয়েবসাইটের লেখাটিই হুবহু কপি করা হয়।

মূলত, দুবাই সরকার থেকে তামিমের গোল্ডেন ভিসা পাওয়ার খবর বিষয়ক সংবাদকে তার এশিয়া কাপে খেলতে যাওয়ার খবর হিসেবে ফেসবুকে প্রচার করা হচ্ছে। শিরোনামের সাথে বিষয়বস্তুর কোনো মিল না থাকা এমন কিছু প্রতিবেদনের লিঙ্ক ব্যবহার করে এর কোনো সত্যতা যাচাই না করেই তথ্যটি ফেসবুকে ছড়ানো হচ্ছে। অথচ বিসিবির দুই দফায় ঘোষিত এশিয়া কাপের দলে তামিমের নাম নেই।
উল্লেখ্য, চলতি বছরের ১৭ জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আন্তজার্তিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল।
প্রসঙ্গত, ছয়টি দলের অংশগ্রহণে এশিয়া কাপের চলতি আসর বসেছে সংযুক্ত আরব আমিরাতে। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম খেলা আগামী ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে।
সুতরাং, এশিয়া কাপে তামিমের খেলতে যাওয়ার খবরটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- BCB : Bangladesh squad for Asia Cup 2022 announced
- BCB : Md Naim included in Bangladesh Squad for Asia Cup
- ICC Cricket : Bangladesh Fixture
- Jagonews24 : দুবাইয়ের ‘গোল্ডেন ভিসা’ পেলেন তামিম
- Tamim Iqbal : Facebook Page Post