সম্প্রতি “ক্ষমতা কেড়ে নিলো সেনাবাহিনী। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেষ রক্ষা হবে না এমপিদের।” শীর্ষক শিরোনামের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে।
![](https://rumorscanner.com/wp-content/uploads/2022/12/image-791.png)
ফেসবুকে প্রচারিত এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রধানমন্ত্রীর ক্ষমতা কেড়ে নেয়ার কোনো ঘটনা ঘটে নি বরং প্রচারিত ভিডিওর ক্যাপশন ও থাম্বনেইলে চটকদার তথ্য প্রচারের ফলেই উক্ত বিষয়ে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে।
গুজবের সূত্রপাত
অনুসন্ধানে Padma TV নামক ফেসবুক পেজে গত ১৪ ডিসেম্বর উক্ত ক্যাপশন এবং থাম্বনেইল ব্যবহৃত প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়।
![](https://rumorscanner.com/wp-content/uploads/2022/12/image-792.png)
পরবর্তীতে উক্ত পোস্টের সূত্র ধরেই অন্যান্য পেজে একই দাবিটি ছড়িয়ে পড়ে।
ভিডিওতে যা আছে
ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওটি কয়েকটি প্রতিবেদন নিয়ে তৈরি একটি নিউজ বুলেটিনের ভিডিও। তবে সেনাবাহিনী কর্তৃক প্রধানমন্ত্রী গ্রেফতারের কোনো সংবাদ উক্ত ভিডিওতে প্রচার হতে দেখা যায় নি। এছাড়াও দেশের শাসনভার সেনাবাহিনী নিজ হাতে তুলে নেয়ার বিষয়েও কোনো তথ্য উক্ত নিউজ বুলেটিনে পাওয়া যায় নি।
পরবর্তীতে উক্ত দাবির ভিত্তিতে মূলধারার গণমাধ্যমে খোঁজ করা হলেও উক্ত দাবির কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় নি।
মূলত, ভিডিওটি কয়েকটি সংবাদ যুক্ত করে প্রচারিত একটি নিউজ বুলেটিনের ভিডিও। তবে ভিডিওর ক্যাপশন এবং থাম্বনেইলে ব্যবহৃত তথ্যের সাথে ভিডিওতে প্রচারিত সংবাদের কোনো মিল খুঁজে পাওয়া যায় নি।
উল্লেখ্য, পূর্বেও চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে বিভিন্নসময় ভুল তথ্য প্রচার করা হয়েছে। উক্ত বিষয়ে ইতোমধ্যে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, সেনাবাহিনী কর্তৃক প্রধানমন্ত্রী গ্রেফতার এবং ক্ষমতা গ্রহণের দাবিতে ক্যাপশন ও থাম্বনেইল ব্যবহার করে ভিডিওটি প্রচারিত হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- রিউমর স্ক্যানার টিমের নিজস্ব অনুসন্ধান