সাকিবকে নিয়ে আর্জেন্টাইন নাগরিকের পোস্ট দেয়ার দাবিটি মিথ্যা

সম্প্রতি, “সাকিবে মুগ্ধ আর্জেন্টাইন নাগরিক” শিরোনামে একটি পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। যেখানে বাংলাদেশের ক্রিকেটকে সমর্থন দিতে আর্জেন্টাইন নাগরিকদের খোলা Fans argentinos de la selección de cricket de Bangladesh নামের ফেসবুক গ্রুপে Agustina Nili নামের একটি আইডি থেকে সাকিবকে নিয়ে করা পোস্টটিকে আর্জেন্টাইন নাগরিকের পোস্ট হিসেবে পোস্ট হিসেবে দাবি করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এই দাবির কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে
পোস্টগুলোর আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাকিবকে নিয়ে উক্ত গ্রুপে যে আইডি থেকে পোস্টটি করা হয় সেটি কোনো আর্জেন্টাইন নাগরিকের আইডির পোস্ট নয় বরং সেটি কোনো একজন বাংলাদেশীর খোলা ফেক আইডি থেকে করা পোস্ট।  

সাকিবকে নিয়ে করা পোস্টটি কোনো আর্জেন্টাইনের কি না তা অনুসন্ধান করতে গিয়ে বাংলাদেশের ক্রিকেটকে সমর্থন দিতে খোলা Fans argentinos de la selección de cricket de Bangladesh নামের ফেসবুক গ্রুপে Agustina Nili নামের সেই আইডির ফেসবুক পোস্টটি খুঁজে পাওয়া যায়। পোস্টটিতে দেখা যায় পোস্টকারী নিজেকে আর্জেন্টাইন নাগরিক হিসেবে উপস্থাপন করেছেন। পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ এখানে। 

আইডিটির প্রোফাইল অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় আইডিটির প্রোফাইল লক করা। আইডিটি তার প্রোফাইলে বসবাসের স্থান হিসেবে বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা যুক্ত করে নিজেকে আর্জেন্টাইন হিসেবে বুঝিয়েছে। 

পরবর্তীতে অনুসন্ধানে Frequently Ask Questions – FAQBD নামের একটি ফেসবুক গ্রুপে Augustina Nili নামের একই আইডিটি থেকে বেশকিছু পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টগুলো পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায় আইডিটি একটি ফেক আইডি, যেটি বাংলাদেশি কেউ তৈরি করেছে।

উক্ত গ্রুপে Agustina Nili পোস্ট করে জানিয়েছে সে একজন ব্রাজিল সমর্থক, ব্রাজিল হেরে যাওয়ায় সেই রাগে সে আর্জেন্টিনার সমর্থকদের শিক্ষা দিতে আর্জেন্টিনার নাগরিকের নামে ফেক আইডি খুলেছে। পোস্টটি দেখুন এখানে, পোস্টটির আর্কাইভ এখানে। 

উক্ত গ্রুপে অপর একটি পোস্টে উক্ত আইডি জানায়, সে ফলোয়ার পাওয়ার আকাঙ্খা থেকে আর্জেন্টিনার নাগরিক সেজে পোস্ট করেছে, তা স্বীকার করে তার জন্য ক্ষমা চেয়েছে। পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ এখানে। 

অপর একটি পোস্টেও সে একই বিষয় উল্লেখ করেছে। পোস্টটি দেখুন এখানে

এছাড়া উক্ত ফেসবুক একাউন্ট থেকে ভিন্ন ভিন্ন গ্রুপে আরো কিছু পোস্ট দেখুন,

এছাড়াও দেখা যায় উক্ত গ্রুপটি গত ১৯ নভেম্বর থেকে যুক্ত আছেন Augustina Nili নামের আইডিটি। অর্থাৎ বিশ্বকাপ শুরুর আগে থেকে, আর্জেন্টাইন নাগরিকদের বাংলাদেশ ক্রিকেটকে সমর্থন দিতে ফেসবুক গ্রুপ খোলার আগে থেকেই এই আইডিতে FAQBD গ্রুপে যুক্ত আছেন। এ থেকে বোঝা যায় আইডিটি নাম, ছবি, প্রোফাইলের এবাউট পরিবর্তন করে আর্জেন্টাইন সেজে আর্জেন্টাইনদের খোলা গ্রুপে সাকিবকে নিয়ে পোস্ট করেছে।

অর্থাৎ, Agustina Nila নামের আইডিটি একটি ফেক আইডি। যা বাংলাদেশের কেউ খুলে আর্জেন্টাইন সেজে চালাচ্ছে। 

মূলত, আর্জেন্টিনা ফুটবল দলকে বাংলাদেশের মানুষ যে নিরঙ্কুশ সমর্থন দেয়, তা সোস্যাল মিডিয়া এবং মিডিয়ার কল্যাণে ভাইরাল হওয়ার পর আর্জেন্টাইনরা আর্জেন্টিনার ফুটবল নিয়ে বাংলাদেশে কি পরিমাণ উন্মাদনা ও ভালোবাসা তার কথা জানতে পারে। ফলশ্রুতিতে আর্জেন্টিনার কতিপয় ব্যক্তি বাংলাদেশ ক্রিকেট দলকে সমর্থন করতে Fans argentinos de la selección de cricket de Bangladesh নামের একটি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করেছে। উক্ত গ্রুপেই Agustina Nili নামের ফেক আইডি থেকে আর্জেন্টাইন সেজে সাকিবকে নিয়ে পোস্ট করলে সেই পোস্টটিকে সাকিবকে নিয়ে আর্জেন্টাইন নাগরিক পোস্ট দিয়েছে হিসেবে পরবর্তীতে প্রচার করা হয়।

সুতরাং, সাকিবকে নিয়ে উল্লেখিত পোস্টটি আর্জেন্টাইন নাগরিক করেছে শীর্ষক দাবিটি মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img