অপু বিশ্বাসকে নিয়ে শাকিব খানের মন্তব্য দাবিতে আরটিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার 

গেল আগস্ট মাসে অতি বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের ফলে দেশের বেশ কয়েকটি জেলা প্লাবিত হয়েছে। বন্যাকবলিত জেলাগুলোতে দেশের বিভিন্ন বাহিনী, সংস্থা, এনজিও এবং জনগণ নিজ উদ্যোগে ত্রাণ সহায়তা সরবরাহ করছে।

এরই প্রেক্ষিতে, “বন্যার্তদের আমার দেয়া ত্রাণ অপু বিশ্বাস আত্মসাৎ করেছে।- শাকিব খান” শীর্ষক শিরোনামে চিত্রনায়ক শাকিব খানের ছবি যুক্ত করে বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম আরটিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

শাকিব খানের মন্তব্য

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত সবচেয়ে ভাইরাল পোস্টে ৪২ হাজারের ওপর প্রতিক্রিয়া জানানো হয়েছে। এছাড়া ২৩৮ টি মন্তব্য এবং পোস্টটি ৫৭০ বার শেয়ার করা হয়েছে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘বন্যার্তদের আমার দেয়া ত্রাণ অপু বিশ্বাস আত্মসাৎ করেছে।’ শীর্ষক শিরোনামে আরটিভি টিভি কিংবা অন্যকোনো গণমাধ্যম কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি এবং চিত্রনায়ক শাকিব খানও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আরটিভির ডিজাইন নকল করে আলোচিত ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, ফটোকার্ডটি আরটিভির ডিজাইনের আদলে তৈরি করা হয়েছে এবং এটি প্রকাশের দিন হিসেবে ০৩ সেপ্টেম্বর, ২০২৪ তারিখের কথা উল্লেখ করা হয়েছে।

Screenshot: Facebook 

উক্ত তথ্যের সূত্র ধরে আরটিভির ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও আরটিভির ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে আলোচিত ফটোকার্ডের সাথে আরটিভির ফেসবুক পেজ থেকে প্রচারিত ফটোকার্ডের গ্রাফিক্যাল ডিজাইনের অমিল পাওয়া যায়।

Photocard Comparison By Rumor Scanner 

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

সুতরাং, ‘বন্যার্তদের আমার দেয়া ত্রাণ অপু বিশ্বাস আত্মসাৎ করেছে।’- শীর্ষক মন্তব্যটি শাকিব খানের দাবিতে আরটিভির নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img