বৃহস্পতিবার, সেপ্টেম্বর 21, 2023
spot_img

অ্যানিম্যাল আইল্যান্ডের দাবিতে প্রচারিত ছবিগুলো বাস্তব নয় 

সম্প্রতি ‘Animal islands’ শীর্ষক শিরোনামে প্রাণী সদৃশ কিছু দ্বীপের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানেএখানে
আর্কাইভ  দেখুন এখানে, এখানেএখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রাণী সদৃশ দ্বীপের দাবিতে প্রচারিত ছবিগুলো আসল নয় বরং ছবিগুলো প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে তৈরি করা।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে 121clicks নামের একটি ওয়েবসাইটে চলতি বছরের পহেলা জানুয়ারি ‘Digital Artist Martijn Schrijver Creates Whimsical And Surreal Photo Manipulations‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিগুলো খুঁজে পাওয়া যায়।

Screenshot: 121clicks

প্রতিবেদনটি থেকে জানা যায়, নেদারল্যান্ডসের আমস্টারডাম ভিত্তিক ডিজিটাল শিল্পী মার্টিজন শ্রিজভার অদ্ভুত কল্পনাপূর্ণ এবং পরাবাস্তব ফটো ম্যানিপুলেশন তৈরি করেন। 

Screenshot: 121clicks

প্রতিবেদনটিতে তার একটি বক্তব্যকে উদ্ধৃত করে বলা হয়, ‘আমি (মার্টিজন শ্রিজভার) প্রকৃতির দ্বারা অনুপ্রাণিত এবং আমি বিভিন্ন পরাবাস্তব এবং মজার ফটো ম্যানিপুলেশন তৈরি করতে পছন্দ করি, যেমন ল্যান্ডস্কেপে প্রাণীদের অন্তর্ভুক্ত করা। আমি প্রকৃতির ছবি দেখতে এবং পরাবাস্তব ধারণা নিয়ে আসতে এবং ফটোশপের মাধ্যমে ‘বাস্তব’ ছবি তৈরি করতে ভালোবাসি।’

প্রতিবেদনটি থেকে তার তৈরী করা কিছু ছবিও খুঁজে পাওয়া যায়। 

Image collage: Rumor Scanner

এসব ছবির সঙ্গে ‘Animal islands’ এর দাবিতে প্রচারিত ছবিগুলোর মিল খুঁজে পাওয়া যায়।

Image collage: Rumor Scanner

পরবর্তীতে আরও অনুসন্ধানে মার্টিজন শ্রিজভারের  martijnschrijver.com নামে একটি ওয়েবসাইট খুঁজে পাওয়া যায়। 

Screenshot: martijnschrijver.com

ওয়েবসাইটটিতে ‘Animal islands’ এর দাবিতে প্রচারিত সবগুলো ছবির পাশাপাশি অন্যান্য আরও ছবি খুঁজে পাওয়া যায়।

Screenshot: martijnschrijver.com

অর্থাৎ ‘Animal islands’ এর দাবিতে প্রচারিত ছবিগুলো প্রযুক্তির সহায়তায় তৈরী করা।

মূলত, নেদারল্যান্ডসের আমস্টারডাম ভিত্তিক ডিজিটাল শিল্পী মার্টিজন শ্রিজভার অদ্ভুত কল্পনাপূর্ণ এবং পরাবাস্তব বিভিন্ন ছবি তৈরি করে থাকেন৷ এরই ধারাবাহিকতায় তিনি প্রাণী সদৃশ দ্বীপের কিছু ছবিও তৈরি করেন৷ এই ছবিগুলোকেই সম্প্রতি ‘Animal islands’ এর বাস্তব ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে৷ 

সুতরাং, ডিজিটাল শিল্পী মার্টিজন শ্রিজভারের তৈরী প্রাণী সদৃশ দ্বীপের কিছু ছবিকে বাস্তব দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img