সম্প্রতি, শ্রীলংকান ক্রিকেটার এঞ্জেলো ম্যাথিউস সাকিব আল হাসানের ইনজুরি নিয়ে টুইট করেছেন দাবিতে একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধমে প্রচার করা হয়।
ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাকিব আল হাসানের ইনজুরি নিয়ে শ্রীলংকান ক্রিকেটার এঞ্জেলো ম্যাথিউস কোনো টুইট করেননি বরং ম্যাথিউসের নামে চালু থাকা একটি প্যারোডি এক্স অ্যাকাউন্টের টুইটকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে এ সংক্রান্ত দাবিগুলো যে টুইটের বরাতে ছড়িয়েছে, সেটির বিষয়ে অনুসন্ধান করেছে রিউমর স্ক্যানার টিম।
প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে, Angelo96Mathews নামের আলোচিত এক্স (সাবেক টুইটার) একাউন্টটি খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।
উক্ত এক্স একাউন্টটিতে আলোচিত টুইটটি খুঁজে পাওয়া যায়।
তবে, চলতি বছরের মে মাসে চালু করা এই অ্যাকাউন্টের About সেকশনেই স্পষ্ট করে লেখা রয়েছে, এটি একটি প্যারোডি অ্যাকাউন্ট। এছাড়াও উক্ত, টুইটার ব্যবহারকারীর লোকেশন হিসেবে London, England উল্লেখ করা হয়েছে।
যা থেকে স্পষ্টতই প্রতীয়মান হয় যে উক্ত অ্যাকাউন্টটি একটি প্যারোডি অ্যাকাউন্ট এবং এটির ব্যবহারকারী শ্রীলংকান ক্রিকেটার এঞ্জেলো ম্যাথিউস নন।
পরবর্তীতে, শ্রীলংকান ক্রিকেটার এঞ্জেলো ম্যাথিউসের প্রকৃত এক্স (সাবেক টুইটার) একাউন্ট খুঁজে পায় রিউমর স্ক্যানার।
এঞ্জেলো ম্যাথিউসের এক্স একাউন্ট পর্যবেক্ষণ করে গত ৭ নভেম্বরের একটি টুইট খুঁজে পাওয়া যায়। যেখানে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচে নিজে টাইমড আউট হওয়ার একটি ভিডিও টুইট করেন ম্যাথিউস। তার উক্ত টুইটে বিশ্বের খ্যাতনামা ক্রিকেটাররা রিটুইট করে এঞ্জেলো ম্যাথিউসের বহুল আলোচিত টাইমড আউটের বিষয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন।
কিন্তু, উক্ত এক্স একাউন্ট পর্যবেক্ষণ করে সাকিব আল হাসানের ইনজুরি সংক্রান্ত কোনো টুইট খুঁজে পাওয়া যায়নি।
এছাড়াও, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে সাকিবের ইনজুরি নিয়ে এঞ্জেলো ম্যাথিউস কোনো মন্তব্য করেছেন শীর্ষক দাবির পক্ষে প্রমাণ মেলেনি।
মূলত, শ্রীলংকান ক্রিকেটার এঞ্জেলো ম্যাথিউসের নামের একটি প্যারোডি এক্স অ্যাকাউন্ট থেকে সাকিব আল হাসানের ইঞ্জুরি নিয়ে হাস্যরসাত্মক টুইট করা হয়। তবে এই টুইট এঞ্জেলো ম্যাথিউসের মূল এক্স অ্যাকাউন্ট থেকেই করা হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গত, গত ৬ নভেম্বর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচে বাংলাদেশি অধিনায়ক সাকিব আল হাসানের আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে টাইমড আউটের শিকার হন শ্রীলংকান ক্রিকেটার এঞ্জেলো ম্যাথিউস।
উল্লেখ্য, পূর্বেও ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সিরাজের নামে খোলা প্যারোডি এক্স অ্যাকাউন্ট থেকে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়লে সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার টিম।
সুতরাং, একটি প্যারোডি এক্স অ্যাকাউন্টের টুইটকে সাকিব আল হাসানের ইনজুরি সংক্রান্ত এঞ্জেলো ম্যাথিউসের টুইট দাবি করে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- X Account: Angel96Mathews
- X Account: Angelo69Mathews
- Ekattor TV: “বিশ্বকাপের ইতিহাসে প্রথম ‘টাইম আউট’ ম্যাথিউস”