চলমান ক্রিকেট বিশ্বকাপে গত ১৪ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে ভারত। এই জয় চলমান ফিলিস্তিন ও ইসরায়েলের সংঘাত ইস্যুতে ইসরায়েলকে উৎসর্গ করে টুইট করেছেন ভারতের ক্রিকেটার মোহাম্মদ সিরাজ শীর্ষক একটি দাবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
একই দাবি ভারতেও ছড়িয়েছে। দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
তাছাড়া কতিপয় পোস্টে দাবি করা হয়েছে, সিরাজ ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে ইসরায়েলের জন্য জয় উৎসর্গের কথা জানিয়েছেন।
উক্ত দাবিতে একটি পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চলমান ফিলিস্তিন ও ইসরায়েলের সংঘাত ইস্যুতে ইসরায়েলের পক্ষে কোনো টুইট করেননি ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সিরাজ বরং সিরাজের নামে চালু থাকা একটি প্যারোডি এক্স অ্যাকাউন্টের টুইটকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে এ সংক্রান্ত দাবিগুলো যে টুইটের বরাতে ছড়িয়েছে, সেটির বিষয়ে অনুসন্ধান করেছে রিউমর স্ক্যানার টিম।
iamMohdSiirajj ইউজার নেমের উক্ত এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে গিয়ে দেখা যায়, অ্যাকাউন্টটির নাম বদলে রাখা হয়েছে Rashid Khan। তবে আলোচিত পোস্টটি এখনো রয়েছে।
স্বাভাবিকভাবেই, আফগানিস্তানের ক্রিকেটার রশিদ খানের এ সংক্রান্ত পোস্ট দেওয়ার কথা নয়। কারণ এই ম্যাচের সাথে আফগানিস্তানের কোনো সম্পর্ক নেই।
পরবর্তীতে উক্ত টুইটের আর্কাইভ সংস্করণে আলোচিত দাবিটি খুঁজে পাওয়া যায়।
আগস্টে চালু করা এই অ্যাকাউন্টের About সেকশনেই স্পষ্ট করে লেখা রয়েছে, এটি একটি প্যারোডি অ্যাকাউন্ট।
পরবর্তীতে মোহাম্মদ সিরাজের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ পরবর্তী একটি টুইট খুঁজে পাওয়া যায়। টুইটে নিজেদের জয়ের বিষয়টি উল্লেখ করলেও ইসরায়েল সংক্রান্ত কোনো মন্তব্য করেননি সিরাজ।
পাশাপাশি, ভারতীয় গণমাধ্যমেও এ সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশের তথ্য পায়নি রিউমর স্ক্যানার।
আমরা অনুসন্ধানে দেখেছি, ম্যাচ পরবর্তী অফিশিয়াল প্রেস কনফারেন্সে দলের পক্ষে সিরাজই উপস্থিত ছিলেন। আইসিসির ফেসবুক পেজে উক্ত প্রেস কনফারেন্স এর পুরো ভিডিও রয়েছে, যা পর্যবেক্ষণ করে ইসরায়েল ইস্যুতে তাকে কোনো মন্তব্য করতে দেখা যায়নি।
মূলত, চলমান ক্রিকেট বিশ্বকাপে গত ১৪ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়ের পর এই জয় চলমান ফিলিস্তিন ও ইসরায়েলের সংঘাত ইস্যুতে ইসরায়েলকে উৎসর্গ করে টুইট করেছেন ভারতের ক্রিকেটার মোহাম্মদ সিরাজ শীর্ষক একটি দাবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কিন্তু রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, এমন কোনো টুইট করেননি সিরাজ। প্রকৃতপক্ষে, সিরাজের নামে চালু থাকা একটি প্যারোডি এক্স অ্যাকাউন্টের টুইটকে উক্ত দাবি সংক্রান্ত সিরাজের টুইট দাবি করে ইন্টারনেটে প্রচার করা হয়েছে। তাছাড়া, আলোচিত অ্যাকাউন্টটির নামও এখন বদলে Rashid Khan রাখা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি আরেকটি প্যারোডি এক্স অ্যাকাউন্টের টুইটকে পাকিস্তান দলের জন্য পার্টি আয়োজন সংক্রান্ত ভিরাট কোহলির টুইট দাবি করে ইন্টারনেটে প্রচার করা হলে এ বিষয়ে ফ্যাক্টচেক প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
প্রসঙ্গত, ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর বিষয়ে একাধিক ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে ইতোমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, একটি প্যারোডি এক্স অ্যাকাউন্টের টুইটকে পাকিস্তানের বিপক্ষে জয় ইসরায়েলের জন্য উৎসর্গ সংক্রান্ত মোহাম্মদ সিরাজের টুইট দাবি করে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Mohammed Siraj: X Post
- ICC: Press Conference Video
- Rumor Scanner’s own investigation