জাকসু নির্বাচন স্থগিত নয়, প্রার্থিতা পুর্নবহাল চেয়ে হাইকোর্টে রিট করেন অমর্ত্য

দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নিবার্চন। এমন পরিস্থিতিতে গত ৮ সেপ্টেম্বর জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে দাবিতে মূলধারার গণমাধ্যমগুলোতে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। 

প্রতিবেদনগুলোতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলে ভিপি প্রার্থী অমর্ত্য রায় তার প্রার্থিতা বাতিলের কারণে এ রিট আবেদন দায়ের করেন। চলতি সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রিট আবেদনটির শুনানি হওয়ার কথা রয়েছে।

গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন দেখুন সময় টিভি, একাত্তর টিভি, কালের কণ্ঠ, যুগান্তর, দেশ রূপান্তর, নয়া দিগন্ত, এনটিভি, নিউজ২৪, ইউএনবি, বাংলাদেশ প্রতিদিন, আমাদের সময়, ভোরের কাগজখবরের কাগজ, দৈনিক আমাদের সময়, জাগোনিউজ২৪, বার্তা২৪, ঢাকা প্রকাশ, দীপ্ত টিভি, বাংলাদেশ জার্নাল, আলোকিত বাংলাদেশ, জুমবাংলা নিউজ, সময়ের কণ্ঠস্বর, দূরবীন টিভি, বিডিটুডে, শেয়ারবাজার নিউজ, সময়ের খবর, খবর সংযোগ, একুশের সংবাদ, প্রবাসীর দিগন্ত এবং দিনাজপুর টিভি

গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

অন্যান্য ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নিবার্চন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়নি। প্রকৃতপক্ষে, অমর্ত্য রায় তার বাতিল হওয়া প্রার্থিতা পুনর্বহাল চেয়ে হাইকোর্টে রিট করেন। 

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার ইংরেজি গণমাধ্যম The Business Standard এর বাংলা সংস্করণের ওয়েবসাইটে গত ৮ সেপ্টেম্বর দুপুর ১ টা ৩৫ মিনিটে জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিটের খবরটি গুজব: অমর্ত্য রায় জন শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী অমর্ত্য রায় জনের বরাতে জানানো হয়, জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করার দাবিতে গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি গুজব। 

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে অমর্ত্য বলেন, ‘আমি এখনও কোনো রিট করিনি। প্রার্থিতা পুনর্বহালের জন্য রিট করার সব কাগজপত্র আমার কাছে রয়েছে। যদি করি, তবে সেটি হবে প্রার্থিতা পুনর্বহালের জন্য, নির্বাচন স্থগিত বা বানচালের জন্য নয়।’ এছাড়াও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, ভিপি প্রার্থী অমর্ত্য রায় জন নির্বাচন স্থগিত চেয়ে কোনো রিট করেননি জানিয়ে ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের পক্ষ থেকে ক্ষুদে বার্তার মাধ্যমে জানানো হয়, ‘প্রার্থিতা পুনর্বহাল চেয়ে কিছুক্ষণের মধ্যেই রিট দাখিল করা হবে। রিট ফাইল হওয়ার পর অমর্ত্য রায় জনের আইনজীবী মানজুর আল মতিন হাইকোর্টে সাংবাদিকদের ব্রিফ করবেন।’

পরবর্তীতে একইদিন দুপুর ৩ টা ৪৪ মিনিটে আরেক মূলধারার গণমাধ্যম The Daily Star এর বাংলা সংস্করণের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, জাকসুর ভিপি প্রার্থী অমর্ত্য রায় নির্বাচনে প্রার্থিতা পুনর্বহালের দাবিতে হাইকোর্টে রিট করেছেন। তার পক্ষে আইনজীবী মানজুর আল মতিন এ রিট দায়ের করেন।

প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, রিট দায়ের পর আইনজীবী মানজুর এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘চূড়ান্ত ভোটার ও প্রার্থী তালিকা প্রকাশ, যাচাই–বাছাই এবং আপিল প্রক্রিয়া শেষ হওয়ার পর হঠাৎ করেই অমর্ত্যর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। তাকে কোনো শুনানির সুযোগ দেওয়া হয়নি, কোনো চিঠিও দেওয়া হয়নি। এসব প্রক্রিয়া উপেক্ষা করেই বিশ্ববিদ্যালয় প্রশাসন তার প্রার্থিতা বাতিল করেছে। আমরা আদালতের কাছে প্রার্থিতা পুনর্বহালের আবেদন জানিয়েছি, নির্বাচন স্থগিত চাইনি।’ শীর্ষক কথাগুলো বলেন। 

অনুসন্ধানে পরবর্তীতে আইনজীবী মানজুর আল মতিনের করা সংবাদ সম্মেলনের ভিডিওটিও খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে অনলাইনভিত্তিক গণমাধ্যমে বাংলা ট্রিবিউন-এর ওয়েবসাইটে ৯ সেপ্টেম্বর বিকেল ৫ টা ২৭ মিনিটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, অমর্ত্য রায়ের করা রিটের প্রেক্ষিতে আজ অর্থাৎ, ৯ সেপ্টেম্বর দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচনে অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। কিন্তু পরবর্তীতে হাইকোর্টের আদেশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এর ফলে অমর্ত্য রায় জাকসু নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হতে বাধা নেই বলেও প্রতিবেদনটি থেকে জানা যায়।  

অর্থাৎ, জাকসু নির্বাচন স্থগিত নয়, বরং বাতিল হওয়া প্রার্থিতা পুনর্বহাল চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন অমর্ত্য রায়।

সুতরাং, জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে দাবিতে গণমাধ্যমে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img