চাঁদপুর সদর উপজেলার জামায়াত নেতার পদত্যাগ দাবিতে আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি “জামায়াত শিবিরের উশৃংখল ও নোংরা রাজনীতিতে অসহ্য হয়ে পদত্যাগ করলেন চাঁদপুর সদর উপজেলা সাখার এক জামায়াত নেতা” শীর্ষক দাবিতে মূলধারার জাতীয় দৈনিক আমার দেশের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “জামায়াত শিবিরের উশৃংখল ও নোংরা রাজনীতিতে অসহ্য হয়ে পদত্যাগ করলেন চাঁদপুর সদর উপজেলা সাখার এক জামায়াত নেতা” শীর্ষক দাবিতে আমার দেশ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার সাহায্যে আমার দেশের আদলে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করলে তাতে আমার দেশের লোগো ও ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ১২ জুলাই, ২০২৫ উল্লেখ থাকতে দেখা যায়। উক্ত তথ্যগুলোর সূত্র ধরে গণমাধ্যমটির ওয়েবসাইট এবং ফেসবুক পেজে পর্যবেক্ষণ করলে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। পত্রিকাটির ওয়েবসাইটেও উক্ত দাবির বিষয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
ফটোকার্ডটি বিশ্লেষণে গণমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির গ্রাফিক্যাল ডিজাইন ও ফন্টের ভিন্নতা লক্ষ্য করা যায়।

পাশাপাশি অন্য গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও আলোচিত দাবি সম্বলিত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷

বরং, আমার দেশের ফেসবুক পেজে গত ১৩ জুলাইয়ে আলোচিত ফটোকার্ডটিকে ভুয়া জানিয়ে একটি পোস্ট প্রচার হতে দেখা যায়।

পরবর্তীতে, আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘Jahidul Islam’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ১২ জুলাইয়ে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টে সংযুক্ত ছবি ও উক্ত ফেসবুক অ্যাকাউন্টটির প্রোফাইল ছবির সংযুক্তি আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডে পাওয়া যায়। পোস্টটিতে ‘জাহিদুল ইসলাম’ নামক উক্ত ব্যক্তি বলেন ‘জামায়াত শিবিরের রাজনীতি পদত্যাগ করলাম’। তবে পোস্টটি পর্যবেক্ষণ করলে দেখা যায় তিনি পোস্টটি ‘JaShi Troll’ নামক একটি এলবামে সংযুক্ত করেছেন। উক্ত এলবামটিতে তিনি এর আগেও জামায়াত-শিবিরকে নিয়ে নানা ব্যঙ্গাত্মক পোস্ট করেছেন। একই এলবামে তাকে গত ১৩ জুলাইয়ে আলোচিত ফটোকার্ডটিও প্রচার করতে দেখা যায়। এছাড়া, তার ফেসবুক অ্যাকাউন্টটির বায়োতে লেখা রয়েছে ‘কট্টর জাতীয়তাবাদী | জিয়ার সৈনিক|’। অর্থাৎ, ‘জাহিদুল ইসলাম’ উক্ত পোস্টটি মূলত ব্যঙ্গাত্মক উদ্দেশ্যে করেছিলেন এবং আমার দেশও এরূপ কোনো ফটোকার্ড প্রচার করেনি।

সুতরাং, “জামায়াত শিবিরের উশৃংখল ও নোংরা রাজনীতিতে অসহ্য হয়ে পদত্যাগ করলেন চাঁদপুর সদর উপজেলা সাখার এক জামায়াত নেতা” শীর্ষক দাবিতে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img