‘ধর্মহীন’ ও ‘নাস্তিক’ শব্দযুক্ত জুলাই গ্রাফিতি দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত

গত ১২ জানুয়ারি ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামে একটি সংগঠন নবম ও দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের পেছনের প্রচ্ছদে থাকা ‘আদিবাসী’ শব্দ যুক্ত একটি গ্রাফিতি বাতিলসহ কয়েকটি দাবিতে মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ঘেরাও করে বিক্ষোভ করে। এই দাবির মুখে বইটির প্রচ্ছদ থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় এনসিটিবি, ইতোমধ্যে এনসিটিবির ওয়েবসাইটে থাকা এই বইয়ের অনলাইন সংস্করণ বা পিডিএফে পূর্বের সেই গ্রাফিতি বাদ দিয়ে ‘বল বীর/ চির উন্নত/ মম শির’ লিখা নতুন একটি গ্রাফিতি যুক্ত করা হয়েছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি ‘এ গ্রাফিতি পুনর্বহাল করা হোক’ শীর্ষক ক্যাপশনে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি আসল নয় বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে মূল গ্রাফিতির ছবিতে ‘ধর্মহীন’ ও ‘নাস্তিক’ শব্দযুক্ত করে আলোচিত গ্রাফিতির ছবিটি তৈরি করা হয়েছে৷ 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ছবিটির রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দৈনিক প্রথম আলো’র অনলাইন সংস্করণে ২০২৪ সালের ২৯ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে ব্যবহৃত ছবিটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির আংশিক মিল রয়েছে৷ 

Comparison: Rumor Scanner 

প্রতিবেদনের ছবি ও আলোচিত ছবি, এই দুটি ছবি পর্যবেক্ষণ করে দেখা যায়, ছবি দুটি প্রায় অনুরূপ। তবে প্রথম আলো’র প্রতিবেদনে ব্যবহৃত ছবির গ্রাফিতিতে ‘ধর্মহীন ও ‘নাস্তিক’ শব্দযুক্ত পাতা দুটি নেই যা আলোচিত ছবির গ্রাফিতিতে আছে৷ 

পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক Samina Luthfa এর ফেসবুক অ্যাকাউন্টের একটি পোস্টে প্রথম আলো’র প্রতিবেদনে ব্যবহৃত ছবিটির অনুরূপ একটি ছবি খুঁজে পাওয়া যায়। ছবিটি যাচাই করে দেখা যায়, উক্ত ছবির গ্রাফিতিতেও ‘ধর্মহীন’ ও ‘নাস্তিক’ লিখিত পাতা দুইটি নেই৷ 

আলোচিত ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ছবির গ্রাফিতিতে থাকা ‘ধর্মহীন’ ও ‘নাস্তিক’ লিখিত পাতা দুটি অন্যান্য পাতা থেকে ভিন্ন এবং গ্রাফিতির ছবিটির অংশ নয়। এই দুটি শব্দযুক্ত পাতাগুলো ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে মূল গ্রাফিতির ছবির উপর সংযোজন করা হয়েছে৷ 

এছাড়া, আলোচিত ছবিটি যাচাইয়ে FotoForensics ওয়েবসাইটের  সহায়তা নেয় রিউমর স্ক্যানার। ওয়েবসাইটটি জানায়, ছবিতে ‘ধর্মহীন’ ও ‘নাস্তিক’ লিখিত অংশটি ছবির অন্যান্য অংশ থেকে ভিন্নভাবে প্রতীয়মান হয়েছে। 

Screenshot: FotoForensics Website

সুতরাং, ‘ধর্মহীন’ ও ‘নাস্তিক’ শব্দযুক্ত জুলাই গ্রাফিতি বলে প্রচারিত এই ছবিটি এডিটেড বা সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img