টেবিলে কোকাকোলার পানীয় সম্বলিত তারেক রহমানের এই ছবিটি সম্পাদিত

সম্প্রতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সাথে ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেন এবং সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থের বসারত অবস্থায় একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “লন্ডনে চলে কোক | বয়কট দেশে হোক” শিরোনামে প্রচার করা হচ্ছে। উল্লেখ্য, উক্ত ছবিতে তার সামনে থাকা টেবিলে কোকাকোলার তিনটি পানীয় পাত্র দেখা যাচ্ছে।

কোকাকোলা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত এরকম কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের টেবিলে কোকাকোলার পানীয় পাত্র সম্বলিত এই ছবিটি এডিটেড। ছবিতে প্রদর্শিত টেবিলে থাকা  কোকাকোলার পানীয় এর পাত্রগুলো ডিজিটাল প্রযুক্তির সাহায্যে সম্পাদনার মাধ্যমে যুক্ত করা হয়েছে। মূল ছবিতে শুধু একটি ব্যাগ, একটি মগ এবং ভিন্ন একটি কোম্পানি স্টারবাক্স এর একটি পণ্য দেখা যাচ্ছিল। 

ছবিটির সত্যতা অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ফেসবুক অ্যাকাউন্টে ২০২৩ সালের ১৩ মে তারিখে পোস্টকৃত চারটি ছবি খুঁজে পাওয়া যায়, যার মধ্যে থাকা একটি ছবির সাথে আলোচিত ছবিটির তারেক রহমানের বসার ঢং, পোশাক এবং পরিবেশের সাথে হুবহু মিল খুঁজে পাওয়া যায়। তবে উক্ত ছবিতে টেবিলে কোনো কোকাকোলার পানীয় এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। বরং, প্রচারিত ছবিতে দেখানো তিনটি কোকাকোলার পণ্যের মধ্যে দুইটি কোকাকোলার পানীয় ও একটি পিজ্জার স্থান মূল ছবিতে খালি ছিল এবং একটির পাশে ভিন্ন একটি মগ ছিল। তাছাড়া, দুই ছবিতেই ভিন্ন একটি প্রতিষ্ঠান স্টারবাক্সের একটি পণ্য দেখা যাচ্ছিল। এছাড়া, ছবিটির অপর প্রান্তে মূল ছবি পোস্টকারী ব্যক্তি ইশরাক হোসেন এবং সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থকে দেখা যায়।

Comparison : Rumor Scanner 

ইশরাক হোসেনের ক্যাপশন থেকে জানা যায়, ছবিটি ২০২৩ সালের ১২ই মে যুক্তরাজ্যের লন্ডনে তুলা হয়েছে।

অর্থাৎ, তারেক রহমানের এই ছবিতে তার সামনে থাকা টেবিলের মগের পাশে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে কোকাকোলার পানীয় পাত্রের ছবি সংযুক্ত করা হয়েছে। অন্য খালি জায়গাগুলোতেও কোকাকোলার দুইটি পানীয় পাত্রপণ্য ও একটি পিজ্জা ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যুক্ত করে প্রচার করা হচ্ছে।

তাছাড়া, গত বছরের ৭ অক্টোবর তারিখের পর ফিলিস্তিনিদের উপর ইসরায়েলিরা পুনরায় আগ্রাসন চালানোর পর কোকাকোলা বয়কট আন্দোলন আরো জোরদার হয়। অপরদিকে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির মূল ছবি পোস্ট হয় তারও কয়েক মাস আগে।

মূলত, ২০২৩ সালে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেন যুক্তরাজ্যের লন্ডনে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ এর সাথে সাক্ষাৎ করেন। সেই সাক্ষাতের চারটি ছবি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজের ব্যক্তিগত পেজে পোস্ট করেন। তার মধ্য থেকে একটি ছবি সংগ্রহ করে সাম্প্রতিক সময়ে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে সেখানে কোকাকোলার পানীয় এর ছবি যোগ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। 

উল্লেখ্য, পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের খাবার টেবিলে কোকাকোলার ক্যানের ছবি একই কায়দায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে উক্ত বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

সুতরাং, কোকাকোলার পানীয় সম্বলিত তারেক রহমানের আলোচিত ছবিটি এডিটেড বা সম্পাদিত।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img