ব্রিটেনে ফুডব্যাংকের সামনে খাবার লাইনের সারি শীর্ষক দাবিতে বিকৃত ছবি প্রচার

সম্প্রতি “এক্সক্লুসিভ: বিদেশি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে তারেকের নারী লোলুপতার ইতিহাস!” শীর্ষক শিরোনামের একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।  

কী দাবি করা হচ্ছে? 

ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, “কুপন হাতে দীর্ঘ প্রতীক্ষায় শুধু তিন দিনের খাদ্যের ঝুড়ি সংগ্রহের প্রত্যাশায়। যেন টিসিবির পণ্যের লাইনকেও হার মানায় ধনী রাষ্ট্র ব্রিটেনের ‘ফুডব্যাংক’-এর লাইন। তবে শুধু খাদ্যাভাবই যে ব্রিটিশদের একমাত্র আতঙ্কের বিষয়-তা নয়। ক্ষুধার চেয়েও বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে শীত।

পোস্টগুলোতে একটি ছবি সংযুক্ত করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, FOOD BANK নামফলক থাকা একটি দোকানের সামনে জড়ো হয়েছে বেশকিছু মানুষ। 

উক্ত দাবি ও ছবি নিয়ে প্রকাশিত কিছু ফেসবুক পোস্ট দেখুন – এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে
আর্কাইভ ভার্সন দেখুন – এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিটি সাম্প্রতিক সময়ে কোনো ফুডব্যাংকের সামনের দীর্ঘ লাইনের নয় বরং এটি ব্রিটেনের একটি ব্যাংকের ২০০৭ সালে তোলা ছবি যেখানে ছবিটিতে ব্যাংকের নামফলক এডিট করা হয়েছে।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘The Guardian’ এর ওয়েবসাইটে ২০১০ সালের ১৩ এপ্রিল “Northern Rock directors fined and barred by FSA” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনের ফিচার ইমেজের সাথে আলোচিত ছবিটির মিল খুঁজে পাওয়া গেলেও দোকানটির নামফলকে ‘northern rock’ লেখা দেখা যায়। 

গার্ডিয়ানের প্রতিবেদনে সংযুক্ত ফিচার ইমেজটির ক্যাপশন থেকে জানা যায়, ২০০৭ সালে ইংল্যান্ডের ব্যাংকিং প্রতিষ্ঠান নর্দার্ন রক সরকারের কাছ থেকে জরুরি সাহায্য চাওয়ার প্রেক্ষিতে ব্যাংকটির গ্রাহকরা সারিবদ্ধ হয়ে টাকা তুলে নেয়ার জন্য অপেক্ষা করার সময়ের ছবি এটি। 

গার্ডিয়ান উল্লেখ করেছে, ছবিটি Cate Gillon নামক একজন ফটোগ্রাফারের তোলা। 

পরবর্তীতে ছবি শেয়ারিং ওয়েবসাইট ‘Getty Images’ এ মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। উক্ত সূত্র থেকে জানা যায়, নর্দার্ন রকের ক্যাসল স্ট্রিটের কিংস্টন শাখার বাইরে থেকে ২০০৭ সালের ১৫ সেপ্টেম্বর ছবিটি তোলা হয়েছিল। নর্দার্ন রক সরকারের কাছে জরুরি সাহায্য চাওয়ায় গ্রাহকরা ব্যাংকটির প্রতি আস্থা হারিয়ে ফেলেছিলো। যার ফলে তারা টাকা তুলে নিতে এসেছিলো।

শুধু ক্যাসল স্ট্রিটের কিংস্টন শাখাই নয়, নর্দার্ন রকের অন্যান্য শাখায়ও সেসময় গ্রাহকদের এমন সারি দেখা গিয়েছিল। অন্যান্য শাখার সামনের এমন দৃশ্যের ছবিগুলো দেখুন এখানে। 

অর্থাৎ, শেয়ারকৃত পোস্টগুলোতে ব্যবহৃত ছবিটি ২০০৭ সালে নর্দার্ন রক নামক একটি ব্যাংকের সামনে থেকে তোলা এবং ছবিটিতে ব্যাংকের সাইনবোর্ডের northern rock নামটি এডিট করে FOOD BANK নামটি বসানো হয়েছে।

প্রচারিত তথ্যগুলো কি সঠিক?

ছড়িয়ে পড়া পোস্টগুলোর তথ্যগুলো কিওয়ার্ড সার্চের মাধ্যমে অনুসন্ধানে জাতীয় দৈনিক ‘যুগান্তর’ পত্রিকার ওয়েবসাইটে গত ২ নভেম্বর “ক্ষুধার চেয়েও বড় ভয় শীত” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লিখিত তথ্যগুলোর সাথে ছড়িয়ে পড়া পোস্টগুলোর হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটির তথ্যের সূত্র ধরে সংবাদ সংস্থা এএফপি’র বরাতে একাধিক আন্তজার্তিক গণমাধ্যমে (Global times, Global village space, MSN) একই প্রতিবেদন প্রকাশ করা হয়। তবে এএফপির ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এ ব্যাপারে গেটি ইমেজে এএফপির ফটোসাংবাদিক ‘Daniel Leal’ এর তোলা উক্ত দিনের কিছু ছবি খুঁজে পাওয়া যায়।  

তাছাড়া, ভারতভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘WION’ এর ওয়েবসাইটে একই বিষয়ে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনগুলোতে বলা হয়, লন্ডনের হ্যাকনির ফুডব্যাংকে কয়েক শ’ মানুষ গত ৩১ অক্টোবর খাবার সংগ্রহের অপেক্ষায় দাঁড়িয়েছিল। বিনামূল্যে খাদ্য সংগ্রহ করতে পারায় দরিদ্র-মধ্যবিত্তরা এখন ‘ফুডব্যাংক’-কে ‘জীবন রক্ষাকারী’ বলেও অভিহিত করছেন। ফুডব্যাংকের সুপারভাইজার জোহান একলুন্ড বলেন, জীবনযাত্রার সংকটের কারণে মানুষ বিল পরিশোধ করেতে পারছে না, খাবার পাচ্ছে না। এর মধ্যেই আসছে শীত। গ্যাস-বিদ্যুৎ সংকটের এ চরম মুহূর্তে খাদ্য নাকি উষ্ণতা-যেকোনো একটিকে বেছে নেওয়ার মতো পরিস্থিতিতে পড়তে হচ্ছে বিটিশদের। তিনি বলেন, এবারের শীত ব্রিটেনবাসীর জন্য একটি ভয়ংকর প্রদর্শনী হতে যাচ্ছে।

মূলত, ২০০৭ সালে ব্রিটেনের ব্যাংকিং প্রতিষ্ঠান নর্দার্ন রক সরকারের কাছ থেকে জরুরি সাহায্য চাওয়ার প্রেক্ষিতে ব্যাংকটির গ্রাহকরা সারিবদ্ধ হয়ে ব্যাংকের একটি শাখার সামনে টাকা তুলে নেয়ার জন্য অপেক্ষা করতে থাকে৷ গ্রাহকদের অপেক্ষা করার সেই দৃশ্যের ছবিটিতে ব্যাংকের সাইনবোর্ডের northern rock নামটি এডিট করে FOOD BANK নামটি বসিয়ে সম্প্রতি ‘ব্রিটেনে ফুডব্যাংকের সামনে দীর্ঘ লাইনের’ দাবিতে প্রচার করা হচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে ব্রিটেনে ফুডব্যাংকের সামনে খাবারের জন্য মানুষকে অপেক্ষায় থাকার ঘটনা ঘটেছে। অর্থাৎ, দাবির তথ্যগুলো সঠিক হলেও ছবিটি পুরোনো ভিন্ন ঘটনার ও বিকৃত করা।

উল্লেখ্য, এডিট করা ছবিটি সাম্প্রতিক সময়েরও নয়৷ ২০১৫ সালেও একই ছবি অনলাইনের বিভিন্ন সূত্রে পাওয়া যায়। অর্থাৎ, পূর্বে এডিট করা ছবিটি অনলাইন থেকে সংগ্রহ করে সাম্প্রতিক সময়ে পুনরায় ছড়ানো হচ্ছে।

সুতরাং, ব্যাংকের নামফলক এডিট করে ফুডব্যাংকের সামনে মানুষের লাইন দাবিতে বিকৃত ছবি প্রচার করা হচ্ছে।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img