যমুনার সামনে আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিলের নয়, ভিডিওটি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির অবস্থান কর্মসূচির 

গত ১৬ জুলাই এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’’ কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় গত ২০ জুলাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ‘সর্বাত্মক’ হরতাল ডেকেছে যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের চার অঙ্গসংগঠন- যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ ও ছাত্রলীগ। আসন্ন ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতির অংশ হিসেবে এই হরতাল ডাকার কথা বলেছে সংগঠনগুলো। এরই প্রেক্ষিতে ‘21/07/2025 যমুনার সামনে আওয়ামীলীগের আজকের মিছিল’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি গত ২১ জুলাই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগের মিছিলের নয়। প্রকৃতপক্ষে, গত মে মাসে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচির একটি পুরোনো ভিডিও আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে কওমি ভিশন নামক ফেসবুক পেজে গত ০৯ মে ‘বিক্ষুদ্ধ ছাত্রজনতা এগিয়ে যাচ্ছে’ ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য লক্ষ্য করা যায়। 

উল্লিখিত পোস্ট থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে মূলধারার গণমাধ্যম ঢাকা ট্রিবিউনের ফেসবুক পেজে গত ০৮ মে প্রকাশিত একটি পোস্টে একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

Comparison: Rumor Scanner 

ভিডিওটির ক্যাপশনে এটি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে হাসনাত আব্দুল্লাহর ডাকে অবস্থান কর্মসূচির চিত্র বলে উল্লেখ করা হয়। 

উক্ত তথ্যের সূত্র ধরে জানা যায়, গত ০৮ মে রাত ১০ টার পর থেকে আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। এ কর্মসূচিতে অংশ নিয়েছে এনসিপি, ইসলামী ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চ, আপ বাংলাদেশ, অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন, জুলাই ঐক্যসহ বিভিন্ন সংগঠন। 

অর্থাৎ, আলোচিত ভিডিওটি আওয়ামী লীগের কোনো মিছিলের নয়।

সুতরাং, গত ২১ জুলাই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগের মিছিলের ভিডিও দাবিতে যমুনার সামনে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচির পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img