আকাশ সাহা’র নামে ভুয়া আইডি খুলে জাহাঙ্গীর নামের কেউ গ্রেফতার হয়নি

সম্প্রতি, “নড়াইলের সাহা পাড়ায় আকাশ সাহার নামে ভূয়া আইডি খুলে ইসলাম ধর্ম অবমাননাকারী জাহাঙ্গীর ইসলামকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।” শীর্ষক একটি তথ্য ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নড়াইলের ঘটনায় জাহাঙ্গীর নামের কেউ গ্রেফতার হননি ও প্রচারিত ছবির এই ব্যক্তি জাহাঙ্গীর নামের কেউ নন এবং আকাশ সাহার নামে জাহাঙ্গীর নামের ব্যক্তির ভুয়া আইডি খুলে ধর্ম অবমাননা করার দাবিটি মিথ্যা।  

নড়াইলের ঘটনায় জাহাঙ্গীর নামের কেউ কি গ্রেফতার হয়েছেন?

নড়াইলের ঘটনায় এখন পর্যন্ত ৫ জন আসামী গ্রেফতার হয়েছেন এবং গ্রেফতারকৃতদের মধ্যে জাহাঙ্গীর নামের কেউ নেই। 

কিওয়ার্ড সার্চ করার মাধ্যমে মূলধারা অনলাইন সংবাদমাধ্যম, Bangla Tribune এ গত ১৯ জুলাই নড়াইলে হামলার ঘটনায় গ্রেফতার ৫ জন রিমান্ডে শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে আসামীদের সম্পর্কে তথ্য পাওয়া যায়।

Screenshot Bangla Tribune website

প্রতিবেদন থেকে জানা যায়, নড়াইলের দিঘলিয়া এলাকায় মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় গ্রেফতার ৫ জনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৮ জুলাই) বিকালে মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার এসআই মিজানুর রহমান আসামিদের সাতদিন করে রিমান্ড আবেদন করলে লোহাগড়া আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলম শুনানি শেষে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

উক্ত প্রতিবেদনে হামলার ঘটনায় গ্রেফতার হওয়া ৫ জনের নাম ও পরিচয় উল্লেখ রয়েছে। গ্রেফতার হওয়া ৫ আসামীর নাম হলো- সাঈদ শেখ (৫৫), রাসেল মৃধা (৩৮), কবির গাজী (৪০), রেজাউল শেখ (৪০) ও  মাসুম বিল্লাহ (৩০) 

অর্থাৎ, নড়াইলের ঘটনায় গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে জাহাঙ্গীর নামের কেউ নেই। 

প্রচারিত ছবিটি কার? ছবির ব্যক্তি কেন গ্রেফতার হয়েছেন?

যে ব্যক্তির ছবি প্রচার করে আকাশ সাহার নামে ভুয়া আইডি খুলে দাঙ্গা সৃষ্টির মূলহোতা জাহাঙ্গীর দাবি করা হয়েছে সেই ব্যক্তি মূলত জাহাঙ্গীর নামের কেউ নন এবং তিনি ভুয়া আইডি খুলে দাঙ্গা সৃষ্টির কারণে গ্রেফতার হননি বরং তিনি নড়াইলের সাহা পাড়ার ঘটনায় হিন্দু বসতবাড়ি হামলার অপরাধে গ্রেফতার হয়েছেন। ছবির ব্যক্তির নাম সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও ছবি দেখে তার বয়স অনুমান করে বোঝা যায় সে গ্রেফতারককৃতদের মধ্যে মাসুম বিল্লাহ (৩০) নামের ব্যক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।গ্রেফতারকৃত পাঁচ আসামীর ছবি দেখুন সমকালে

Screenshot Samakal website

রিভার্স ইমেজ সার্চ করার মাধ্যমে গত ১৮ জুলাই মূলধারার অনলাইন সংবাদমাধ্যম Bdnews24.com এ ‘নড়াইলে হিন্দু বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার ৫ জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।

Screenshot bdnews24.com website

মূলত এই ছবিটি নড়াইলের ঘটনায় হিন্দু বসতবাড়িতে হামলার অভিযোগে গ্রেফতার করা ব্যক্তিদের শুনানির জন্য আদালতে নিয়ে আসা কিংবা যাওয়ার কোন এক সময়ে তোলা ছবি। এই ছবিটিকেই কথিত জাহাঙ্গীর নামের এক ব্যক্তির গ্রেফতারের ছবি দাবি করে ভুলভাবে প্রচার করা হয়েছে।

জাহাঙ্গীর নামের কেউ কি আকাশ সাহার নামে ভুয়া আইডি খুলেছেন?

নড়াইলের এই ঘটনা ঘিরে বেশকিছুদিন যাবত একটি তথ্য সূত্রহীন ভাবে প্রচার হয়ে আসছে। যেখানে দাবি করা হয়েছে, আকাশ সাহার ফেসবুক আইডিটি একটি ভুয়া আইডি এবং ভুয়া আইডিটি কথিত জাহাঙ্গীর নামের ব্যক্তি আকাশ সাহার নামে তৈরি করে ধর্ম অবমাননাকর পোস্ট দিয়ে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করেছে।

তবে অনুসন্ধানে এই দাবির সত্যতা পাওয়া যায় নি। মূলত কোন সূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে দাবিটি বেশ কিছুদিন ধরে প্রচারিত হয়ে আসছে।

অনুসন্ধানে আদালতে ১৬৪ ধারায় আকাশ সাহার জবানবন্দি দেয়ার সংবাদ খুঁজে পাওয়া যায়। সংবাদগুলো থেকে জানা যায়, নিজের ফেসবুক আইডি থেকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করে পোস্ট দেওয়ার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন নড়াইলের লোহাগড়ার তরুণ আকাশ সাহা। বিষয়টি গতকাল ২৬ জুলাই নিশ্চিত করেছেন নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়। 

স্বীকারোক্তির বিষয়টি নিয়ে দৈনিক যুগান্তরের অনলাইন সংস্করণে গতকাল ২৬ জুলাই “আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে আকাশ সাহা” শিরোনামে প্রকাশিত সংবাদ পাওয়া যায়। 

Screenshot from Jugantor

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়,

“ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার বিষয়টি আদালতে শিকার করেছেন অভিযুক্ত আকাশ সাহা। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়।

জানা গেছে, গত ১৫ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি করে আপত্তিকর পোস্ট দেয় নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ার কলেজে ছাত্র ও অশোক সাহার ছেলে আকাশ সাহা। ধর্ম অবমাননার অভিযোগে পরেরদিন দিঘলিয়া গ্রামের সালাউদ্দিন কচি বাদী হয়ে লোহাগড়া থানায় একটি মামলা করেন। ওই মামলায় অভিযুক্ত আকাশ সাহাকে  খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা থেকে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফিরোজ ইকবাল গ্রেফতার আকাশ সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য ১৭ জুলাই লোহাগড়া আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলমের আদালতে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত শুনানি শেষে আকাশ সাহার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ২০ জুলাই একই আদালতে আকাশ সাহা তার পরিচালনাধীন ফেসবুক আইডি থেকে ধর্ম নিয়ে কটূক্তিমূলক পোস্ট দিয়েছেন মর্মে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আকাশ সাহা বর্তমানে নড়াইল কারাগারে রয়েছে।”

নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়ের বরাতে দেশের মূলধারার অন্যান্য সংবাদমাধ্যমগুলোতেও আকাশ সাহার জবানবন্দি নিয়ে প্রকাশিত একই তথ্য পাওয়া যায়।

অর্থাৎ, আকাশ সাহার আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী ফেসবুক আইডিটি তার নিজের ছিল এবং কটূক্তিমূলক পোস্টটি সে দিয়েছিল। তাই আকাশ সাহার নামে ভুয়া আইডি খুলেছিল জাহাঙ্গীর নামক ব্যক্তি শীর্ষক দাবিটি মিথ্যা। 

উল্লেখ্য, আকাশ সাহার ফেসবুক আইডিটি এবং পোস্টটির ফরেনসিক নিয়ে কাজ করছে সিআইডি। 

আকাশ সাহার গ্রেফতারের ছবিকে জাহাঙ্গীর নামে প্রচার

এরপূর্বে ভিন্ন একটি ছবিকে জাহাঙ্গীরের গ্রেফতারের একই দাবিতে প্রচার করা হয়েছিল। 

তবে অনুসন্ধানে দেখা যায় সে ছবিটিও জাহাঙ্গীর নামের কোন ব্যক্তির নয় বরং ছবিটি যুবক অভিযুক্ত আকাশ সাহার। ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।

রিভার্স ইমেজ সার্চ করার মাধ্যমে BanglaNews24.com এ গত ১৭ জুলাই ‘মহানবীকে নিয়ে কটূক্তি: আকাশ সাহা ৩ দিনের রিমান্ডে’ প্রকাশিত একটি প্রতিবেদনে এবং একই দিনে ঢাকা পোস্টে প্রকাশিতএকটি প্রতিবেদনে একই ছবি খুঁজে পাওয়া যায়। অর্থাৎ এই ছবিটি অভিযুক্ত আকাশ সাহার। 

BanglaNews24.com Screenshot

প্রতিবেদন থেকে জানা যায়, “নড়াইলের দিঘলিয়ায় মহানবীকে (সা:) নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া কলেজছাত্র আকাশ সাহার (২০) ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এছাড়াও, জাহাঙ্গীর বিষয়ক ছড়িয়ে পড়া গুজবটি নিয়ে প্রথমআলোর একটি প্রতিবেদনে নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়ের বক্তব্য পাওয়া যায়। পুলিশ সুপার জবানবন্দির বিষয়টি উল্লেখ করার পর জানিয়েছেন, ‘জাহাঙ্গীর ইসলাম নামের কেউ এ পর্যন্ত গ্রেপ্তার হয়নি। আবার পরিস্থিতি উত্তপ্ত করার জন্য যাঁরা ফেসবুকে এগুলো ছড়াচ্ছে, বাড়াবাড়ি করলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সুতরাং, নড়াইলের ঘটনায় আকাশ সাহার নামে ভুয়া আইডি খুলে ইসলাম ধর্ম অবমাননাকারী জাহাঙ্গীর ইসলামকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী শীর্ষক দাবিটি সম্পূর্ণ গুজব। 

তথ্যসূত্র

  1. Name of 5 accused – Bangla Tribune
  2. Photo of 5 accused – Samakal
  3. Photo Fact Source 1 – Bdnews24
  4. Akash Saha’s statement to the court – Jugantor
  5. Photo Fact source 2 – Baglanews24
  6. Narail SP’s Statement – Prothom Alo

আরও পড়ুন

spot_img