সম্প্রতি, কথিত এক পুলিশ কর্মকর্তা একটি আলোচনা সভায় জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ের সাথে শ্রীলঙ্কার বিপ্লব পরবর্তী পরিস্থিতির তুলনা করে, ‘শ্রীলংকায় বিপ্লবের পর দুর্নীতি গায়েব। আর বাংলাদেশে বিপ্লবের পর বিপ্লব নিজেই গায়েব। শ্রীলংকার সরকার ছিল চোর। আর জনগণ ছিল ভালো। তাই তারা অল্প সময়ের মধ্যেই ঘুরে দাঁড়াইছে। অপরদিকে বাংলাদেশের সরকার ছিল চোর। আর জনগণ হচ্ছে ডাকাত। তাই এদেশ ঘুরে দাঁড়ানোর কোন চান্সই নেই।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ের সাথে শ্রীলঙ্কার তুলনা করে কথিত পুলিশ কর্মকর্তার বক্তব্য প্রদানের ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও।
ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো পুলিশ কর্মকর্তার এমন বক্তব্য প্রদানের তথ্য পাওয়া যায়নি। সাধারণত কোনো পুলিশ কর্মকর্তা এরূপ বক্তব্য প্রদান করলে তা মূলধারার গণমাধ্যমে প্রচার হওয়ার কথা।
পরবর্তীতে ভিডিওটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে PIAL HASAN POLASH নামের একটি টিকটক আইডিতে গত ১২ আগস্ট আলোচিত ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, প্রচারকারী ভিডিওটিকে এআই জেনারেটেড কনটেন্ট বলে লেভেল করেছেন। অর্থাৎ, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি বলে উল্লেখ করা হয়েছে।

উক্ত টিকটক অ্যাকাউন্টটি পর্যালোচনা করে এতে একই ধরনের বেশকিছু ভিডিও দেখতে পাওয়া। এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে। এছাড়াও অ্যাকাউন্টটির (polash___ai) ইউজারনেমেও এআই শব্দটি উল্লেখ রয়েছে।

সুতরাং, এআই দিয়ে তৈরি করা ভিডিওকে কথিত পুলিশ কর্মকর্তার জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ের সাথে শ্রীলঙ্কার তুলনা করে বক্তব্য প্রদানের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- PIAL HASAN POLASH Tiktok Post
- Rumor Scanner’s Analysis